নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

অণু-রম্যঃ খাঁটি গরুর (কিংবা গরুর খাঁটি!) দুধ

১৬ ই মে, ২০১৯ রাত ৩:০৮

রমজান মাস এসেছে। সেহরিতে দুধ-ভাত সেই গ্যান্দাকাল থেকেই খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তাই বহু কষ্টে একজন দুধওয়ালা জোগার করা হল দারোয়ান মামার বদান্যতায়। মাসের শুরুতে তাকে বেশ কড়াভাবেই বলে দেয়া হল যে আমরা আগে কয়েকদিন ভালো করে দেখে নিব দুধের কোয়ালিটি এবং বিন্দুমাত্র এদিক সেদিক হলেই তার নিয়োগ বাতিল ঘোষণা করা হবে। শুরুর দিকে চমৎকার গুণ-মানসম্পন্ন দুধ দিয়ে সে আমাদের ভ্যাবাচ্যাকা খাইয়ে দিল।

তারপরই আসলো ফণী আর শহরজুড়ে বৃষ্টি। দুধের পাতিলে দুধের ছদ্মবেশী পানি ঢালা শেষে মামাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, "মামা, দুধতো দেখি পাতলা পাতলা লাগে।"
তিনি বিরস মুখে উত্তর দিলেন, "ঝড়-বাদলার দিন তো। এমুন সময় গরুর দুধটা একটু পাতলা আসে।" দরজার চৌকাঠ ধরে মাথা ঘুড়ে পড়ে যাওয়া থেকে বাঁচলাম। হতেই পারে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। বৃষ্টি আসলে গরুদের হয়তো মুড সুইং হয়, তাই দুধের এই দৈন্যদশা।

ফণী শেষ। কাঠফাটা রোদে মাথার তালু আর পথের বালু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই অবস্থাতেও দুধের অবস্থা তরল থেকে তরলতর হচ্ছে দেখে আবারো বিনয়ের সাথে মামাকে জিজ্ঞাসা করা হল, "মামা, দুধ তো এখনো পাতলাই রয়ে গেল। বৃষ্টি-বাদলা তো শেষ।"
মামা ঘ্যাষ ঘ্যাষ করে গাল চুলকাতে চুলকাতে বললো, "দেখসেননি গরমটা। যেই অবস্থা, ঘাস-বিচুলি কিছু খায় না হুদা পানি খায় গরু। তাই দুধটা একটু পাতলা আসে।" চোখে পানি চলে আসলো গরুর দুঃখের কথা ভেবে। বেচারারা, একটু দুই চুমুক বেশি পানিই না হয় খেয়েছে। এটুকু যদি না মেনে নিতে পারি তবে ধিক, শত ধিক এই মানবজীবন। যত যাই হোক, জীবে দয়া করে যেই জন...

দিন যায়। দুধের বদলে পানি দিয়ে ভাত খেয়ে উঠে যাই, বৌ ধমক দিয়ে ভুল শুধরে দেয়। অবস্থা বেগতিক দেখে আবার পরের দিন মামাকে সালাম ঠুকে জিজ্ঞাসা করলাম, "মামা, দুধ তো...।"
মামা উদাস গলায় বললেন, "নতুন একটা অস্ট্রেলিয়ান গাইগরু কিনলাম চৈদ্দ লক্ষ টাকা দিয়া। দিনে তিরিশ লিটার দুধ দিব। গরু নতুন তো, তাই...।"
আমি পুরোদস্তুর হতাশ হয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম, "তাই দুধটা একটু পাতলা আসে। খুব বুঝছি।"

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ রাত ৩:২৩

বলেছেন: গরুদের মুড সুইং হয় --- আপনি পারেন বটে।।।।

হাসলাম আর ভাবলাম --;
কত রঙ এ ভবে,,
কত ঢং, কত খেলা
কত জনে কত মেলা
কত রাজা বনবাসে
কত গেলো বিনাশ
কত ধনে কত মান গেলো
কত শহ হাহাকার
সবি চলে ছলেবলে।।।
জানি না কি লাভ তবে জানার।।।

ভালোবাসা রইলো।।

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫৪

অজ্ঞ বালক বলেছেন: ব্যাপারটা কইলাম আমিও জানতাম না। তবে মুড সুইং ছাড়া তো আর হিসাব মিলে না! কোবতেতে লাইক। চখাম হইসে।

২| ১৬ ই মে, ২০১৯ ভোর ৪:৫৭

মা.হাসান বলেছেন: যাহাই ঘটুক না কেন গোয়ালা বদল করিবেন না। ভগবান মুখ তুলিয়া চাহিলে দুধ ভাতের সহিত একদিন মাছ ভাতেরও ব্যবস্থা হইয়া যাইতে পারে।

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫৬

অজ্ঞ বালক বলেছেন: সেই আশাতে বুক বাইন্ধাই তো অপেক্ষায় আছি। রুই, নিদেনপক্ষে কই হইলে বেশ হইতো।

৩| ১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৩০

পবিত্র হোসাইন বলেছেন: গরু কি ওয়াসার পানি খায় নাকি মিনারেল?

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫৭

অজ্ঞ বালক বলেছেন: গরুর বুদ্ধি তো! আমার মনে হয় মামা দুই টাকা দিয়া মাম বোতল কিইন্যা সেইটাতে ওয়াসার পানি ভইরা খাওয়ায়। গরুটা টেরও পায় না!

৪| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দেইখেন দুধের বদলে ওয়াসার পানি খাইয়েন না আবার ;)

হাসলাম একচোট B-)) :D

১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫৯

অজ্ঞ বালক বলেছেন: যেই দুধ খাইতাসি, ওয়াসার পানির লগে তফাত কম। আমার শ্বাশুরি ক্ষেইপা গিয়া ঐদিন কইতাসে, "আমরা ছোটোবেলায় দুধ খাওয়া শেষে কুলি করলে এমুন সাদা পানি বাইর হইতো!"

৫| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ......। ভেজালের যুগে গরু ছাগলও বুঝে গেছে কেমন দুধ দিতে হইবো

সুন্দর হয়েছে

১৬ ই মে, ২০১৯ সকাল ১১:০৭

অজ্ঞ বালক বলেছেন: আমি এখন জন্তু জানোয়ারের উপ্রে বেশি বিশ্বাস রাখি মানুষের চাইতে। কাহিনী এইখানেও তাই। ধন্যবাদ।

৬| ১৬ ই মে, ২০১৯ সকাল ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমরা ছোটোবেলায় দুধ খাওয়া শেষে কুলি করলে এমুন সাদা পানি বাইর হইতো!"
:D খিক খিক খিকজ :D

১৬ ই মে, ২০১৯ সকাল ১১:০৯

অজ্ঞ বালক বলেছেন: দুধের দামের এত্ত ভেরিয়েশন এইখানে, আদাবরে। ১০০ থেকে ৭০। সবরকম খাইয়াই দেখলাম। তফাত পাই না। মেজাজ খারাপ। ভালো ফার্ম পাইলাম না।

৭| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: হা হা হা দারুন রম্য। তবে এরা কিভাবে যে এত এক্সকিউজ খুজে পায় সেটাই অবাক লাগে। যাই বলেন আপনি নাহয় অজ্ঞ বালক কিন্ত এদের বুদ্ধিমান বলতেই হয় :`>

১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৩

অজ্ঞ বালক বলেছেন: ঐ যে এক সিংহ হিসাব নিকাশ কইরা গাধারে সাবার করছিল, সেইরকম আর কি। তবে আইজকা বউ এক্কেরে ঝাইড়া তামা তামা কইরা দিসে।

৮| ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~ =p~

১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৪

অজ্ঞ বালক বলেছেন: :D :D :D

৯| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া। বদ লোকের যুক্তির কোন অভাব হয়না। যে কোন ব্যাপারে যুক্তিতে তারা সিদ্ধহস্ত। তাই মামা সাহেব আপনাকে দুধের বদলে ক্রমশ পানি খাচ্ছেন। মামার আর দোষ কি। এই দেশ এর ছোট বড় সব ব্যবসায়ীরা এই রকমই। তারা মানুষ ঠকিয়ে ব্যবসা করে। দুধের বদলে পানি বিক্রি করে টাকা আয় করে। মরিচের পাউডারের বদলেএর বিক্রি করে ইটের গুড়া। চালের সাথে মিশিয়ে দেয় খুদ কিংবা কাকর।

আমাদের দেশের মানুষগুলো বদলাবে না। একটা মহাশক্তিশালী বিপ্লব দরকার।




১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৬

অজ্ঞ বালক বলেছেন: বিপ্লব হওয়ার একটা ক্ষেত্র থাকা লাগে, আমাদের দেশে সেইটাই নাই। যেই জমিতে লাঙ্গল দিয়া চষা হয় নাই সেইটাতে আবার ধান চাষ!

১০| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:২৮

মা.হাসান বলেছেন: আপনার শাশুড়ির হাতে এক খানা কন্ডেন্সড দুধের কৌটা ধরাইয়া দিয়েন। দুধের রঙ পাওয়া যাইবো (মাগার কন্টেন্ট মিলবো না। ঐ প্যাকেটের ভিতরে নাকি ভেজটেবল ফ্যাট, চিনি আর কি সব কেমিক্যাল থাকে)। কুলি করনের সম সাদা রঙ তো বাইরাইবো।

১৭ ই মে, ২০১৯ রাত ৩:১৩

অজ্ঞ বালক বলেছেন: শ্বাশুড়ি জীবনেও কনডেন্সড মিলক খায় নাই। এর উপর এখন আবার ডায়াবেটিস। আমারে তো খুনের চেষ্টায় হাজতে নিবো।

১১| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


গরুগুলো চালাক হয়ে গেছে, আসল দুধ নিজের বাচ্চার জন্য রেখে দে, আপনাদের জন্য পানি মিশায়।

১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৮

অজ্ঞ বালক বলেছেন: কঠিন কথা কইসেন। তবে যদি গরুও এমন বুদ্ধিমান হইয়া যায় তাইলে তো সর্বনাশ। এই নিয়া সুকুমার একখান গল্প লেইখা গেসিল। মনে পড়লো।

১২| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: :)

১৭ ই মে, ২০১৯ রাত ৩:১১

অজ্ঞ বালক বলেছেন: :D

১৩| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: বহু বছর হয়ে গেল খাঁটি গরুর দুধ খাই না।

১৭ ই মে, ২০১৯ রাত ৩:১১

অজ্ঞ বালক বলেছেন: গ্রামে গঞ্জে নাকি এখনও কিছু বোকা সোকা মানুষ আছে যারা পানি না মিশাইয়াই বেঁচে? মানে আমি এরকম একজনরে পাইসিলাম আর কি! বছর দুয়েক আগে।

১৪| ১৬ ই মে, ২০১৯ রাত ১১:১১

আপেক্ষিক মানুষ বলেছেন: এখন তো গুড়া দুধ মেশানো হয় যেন পানি দেবার পরও ঘন থাকে।

১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৯

অজ্ঞ বালক বলেছেন: কি কন ভাইসাব! গুড়া দুধের দাম কি কম নাকি! সেইটা মিশাইলে তো কামই আসিলো।

১৫| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:২৫

ওমেরা বলেছেন: পাতলা দুধ শরীরের জন্য ভালো।

১৬| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:৩২

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।শুধু ভেজার আর ভেজাল। দুষ্ট মানসিকতা যে কবে পরিবর্তন হবে!!

১৭| ১৭ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা =p~

১৮| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: রম্য পড়িয়া মজা পাইলাম। মুড সুইং করলো........+।

১৯| ১৮ ই মে, ২০১৯ রাত ২:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপনি ওয়াসার পানি মিশিয়ে ঘন করে নিন । তখন আর সমস্যা হবে না ।

২০| ১৮ ই মে, ২০১৯ সকাল ৯:১৬

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.