নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

বইয়ের রেটিং ২.৮৫!!! হোয়াদ্দাফুচকা পোস্ট ও আলোচনা সভা!!!

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

ইদানিং কম-বেশি সব পাঠকই বইয়ের রিভিউ দেন আর রিভিউর শেষে সেই বইরে একটা রেটিং দেন। আমার সমস্যা এই রেটিং নিয়েই। গুডরিডস সম্পর্কে যারা জানেন তারা অবগত আছেন যে গুডরিডসে কেবল পূর্ণ-সংখ্যায় রেটিং দেয়া যায়। অনেক সময় আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায় কোনো বইকে .৫ বেশি বা কম রেটিং না দিতে পারার জন্য। পরে ভেবে দেখলাম, ঠিকই আছে। কারন .৫ এর ব্যবস্থা থাকলে মনে হইতো আরেকটু ভগ্নাংশে রেটিং দিতে পারলে আরো ভালো হইতো। যাই হোক, ২.৮৫ কিংবা ৩.৬ রেটিংদাতাদের সালাম ঠুকে রেটিং পদ্ধতিটা নিয়া একটু বিস্তারিত লিখলাম। তবে, এইটা ফলো করতে হইবো তেমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি সালমান মুক্তাদির না যে ফলোয়ার খুঁজতাসি। এটা বুঝার সুবিধার্থে দিলাম যাতে বইয়ের রেটিং দেখে দেড়-মাস পাগল না থাকা লাগে।

রেটিং যখন ১ - 'আম্মা, গত কুরবানিতে যেই বড় চাপাতিটা কিনছিলা, ঐটা কই রাখসো? একটু লাগবো, বাংলাবাজার যামু। সুদানবাসী পুত্রসম প্রকাশক আর লেখক হোয়াটারিউইটিংসানরে কাইট্টা আইজকা তেহারি বানাইয়া জগন্নাথের সামনে বেইচ্চা বইয়ের দাম তুলতে হইবো।'

রেটিং যখন ২ - 'বই শেষ করতে পারসি। আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং। সামনের মাসে নতুন বই কিনার বাজেট রেডি করতে হইবো। যাই গ্রুপে একটা পোস্ট দিয়া আসি যে এই বইটা বিক্রি করুম, পুরা অর্ধেক দামেই৷ পাঁচ-দশ টাকা কম হইলেও সমস্যা নাই।'

রেটিং যখন ৩ - 'বাহ৷ ভালোই তো ছিলো বইটা। শুধু যদি গল্পের গরুটা উড়তে না পারতো, আর মাছগুলা ডাঙ্গায় নাচানাচি না করতো তাইলে বইটা পইড়া আরো ভাল্লাগতো। তবে, দারুন বই। এই লেখকের আর কি কি বই আছে খুঁইজ্জা দেখতে হইবো। হয়তো এর চাইতে বেটার লেখা আছে লেখকের, আমিই পড়ি নাই। আরো কত্ত বই পড়া বাকি।'

রেটিং যখন ৪ - 'সানি, কই তুই? কি? গার্লফ্রেন্ড নিয়া গাজীপুর রিসোর্টে গেসোস? রাখ তোর গার্লফ্রেন্ড। তারাতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দে। ভিআইপি দিয়া সোজা নীলক্ষেত আয়। ঐখানে গিয়া এই বইটা কিনবি৷ কিন্যা, সোজা বাসায় গিয়া বইটা পড়বি। পড়া শেষে আমারে ফোন দিস। জিনিস লিখসে একটা মাম্মা। মাথা নষ্ট। আরে, রাখ তোর গার্লফ্রেন্ড। একটা গেলে আরেকটা আইবো। এই বই তোর আজকেই পড়তে হইবো। নাইলে কইলাম মিস, মাম্মা।'

রেটিং যখন ৫ - 'জানু, আমার একটা স্বপ্ন আছে জানো। একসময় আমি অনেক অনেক ব্রলোক হমু লাইক দরবেশ বাবা, তখন আমার বাড়িতে একটা বুকশেলফ বানামু৷ স্বর্ণ দিয়া। সেই বুকশেলফে এই বইটা রাখমু অবশ্য তার আগে বইটারে হীরা আর মুক্তা দিয়া বানানো একটা কভার পরামু। তার উপর তোমার হাত কাইটা রক্ত বাইর কইরা লাল করে বইটার নাম লিখমু। তুমারে যতটা ভালোবাসি, বইটারেও ততটাই ভালোবাসি কিনা৷ হ্যালো হ্যালো, কি হইলো। কল কাইটা গেলো কেন? হ্যালো...’

ইয়ে, তো যাই হোক, আসল কথা হইলো আমি নিজেও সবসময় এই ফর্মুলা মাইনা রেটিং দেই না। মানুষ তো, যন্ত্র না। তবে সাথে দুয়েকটা কথা বইলা যাই। একজন লেখক জীবনে একটাই ম্যাগনাম ওপাস লেখে। একটাই। তার অন্য সব লেখা ঐ বইয়ের সাথে তুলনা করেই রেট করা হবে। যেমন - ধরলাম 'আরশিনগর' সাদাত ভাইয়ের বেস্ট কাজ। তাইলে তার সব বইয়ের রেটিং দেয়ার আগে ভাবতে হইবো, ঐ বইটা ফাইভ স্টার হইলে এই বইটা হলিউড নাকি মেরিন। যাই হোক। আর ইয়ে, আপনে পাঠক, রামানুজন না। কাজেই দশমিকের পরের ঘরের কেরামতি দেখাইয়া ডর লাগাইয়েন না। এমনেও মুই ম্যাথ ভয় পাই।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: বিরক্তকর পোষ্ট।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

অজ্ঞ বালক বলেছেন: হতাশজনক কমেন্ট :(

২| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: আফনে আম্ররার বই থেকে ১০০ হাত দূরে থাইক্কেন।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৭

অজ্ঞ বালক বলেছেন: আরে, আমি রেটিং বুইঝা শুইনাই দেই। কিন্তু, কিছু পোলাপাইন আছে রেটিং দেয় ৩.৮! এই রেটিং দিয়া তারা কি বুঝাইতে চায়, কন দেহি। /:)

৩| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৮

করুণাধারা বলেছেন: বইয়ের রেটিং সম্পর্কে কিছুই জানিনা। অবশ্য রেটিং এক আর দুই প্রাপ্ত বই কেমন হতে পারে আন্দাজ করতে পারি। কিছুদিন আগে পুশ সেলিংয়ের পাল্লায় পড়ে কেনা একটা বইয়ের দুই পাতা পড়েই ডাস্টবিনে ফেলেছি, ওই বই চোখে দেখলেও মাথা গরম হয়ে যাচ্ছিল!

তবে রেটিং ৪-৫ পাওয়া বইয়ের দুই পাতা অন্তত যদি পড়তে পেতাম!

আনন্দদায়ক পোস্ট! রেটিং কত হতে পারে?

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২০

অজ্ঞ বালক বলেছেন: সেইটাই। এই এক নতুন ট্রেন্ড। বই পড়া লাগবো, সেইটার এসথেটিক ছবি তুইলা, রিভিউ লেইখা পোস্ট করা লাগবো। আরে, সেই সময়টা তো নতুন একটা বই পড়া যায়। নাকি? আমি পুশ সেলিং এককথায় মানা কইরা দেই। রেটিং পাঁচ কত বই আছে। যেমন "জোছনা ও জননীর গল্প"! আমার জন্য পাঁচ তারকা বই এইটা। এরপর "রূপসী বাংলা"। আসলে, এই রেটিং তো এক এক জনের কাছে একেক রকম হবে। সেইটাই স্বাভাবিক। আর পোস্ট। বড়জোর, থ্রি স্টার। ;)

৪| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

ভুয়া মফিজ বলেছেন: আমি একটা বই তহনই বাইর করমু, যহন আমনে ৫ রেটিং দিবেন, এই কনফিডেন্স হইবো। তয় আমি নিচ্চিত, হেই কনফিডেন্সটা থাকবো না, যহন আমনে ওইডারেই ১ রেটিং দিবেন! :((

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২২

অজ্ঞ বালক বলেছেন: আমি কেডা? কেউ না। নো বডি। আপনে বই বাইর করবেন নিজের আনন্দে, লিখবেন শুধু নিজের জইন্য। পাঠকের কাজ পড়া, মত দেয়া, গাইল দেয়া বা চুম্মা দেয়া। সেইটা লেখকরে টাচও করবে না। এইটাই হওয়া উচিত। :D

৫| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২২

অজ্ঞ বালক বলেছেন: চেষ্টা করতেসি :(

৬| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

রম্যে মজা পেলাম ;)

আন্নের পুষ্টের রেটিং বুঝতেই হারতাছেন কই যাইতাছে;)
নাহ আই অত কিপ্টা না.. বেগ্গুন দিয়া দিলাম ;) =p~ =p~

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

অজ্ঞ বালক বলেছেন: বেজ্ঞুন দেয়ার লাই ধইন্যবাদ। তবে এতটাও মনে হয় প্রাপ্য ছিলো না। আসলে সকালে এক ফেসবুক গ্রুপে বইয়ের রিভিউ পোস্টে ৩.৮ রেটিং দেইখা বিরক্ত হইয়া পোস্ট লিখসিলাম। ধইন্যবাদ আবারও। :D

৭| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৮

ঢাবিয়ান বলেছেন: বর্ত্মানে ৫ রেটিং এর কোন বই পইড়া থাকলে আমাদেরও জানান। আমরাও পইড়া ধন্য হই।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

অজ্ঞ বালক বলেছেন: বর্তমান বলতে একেবারে ইদানীং-কালে লেখা। মাথায় অনেক নামই আসতাছে কিন্তু বলমু কিনা বুঝতাসি না। একটা বইয়ের কথা বলি, "পাপপিঞ্জর"। আমের আহমেদের লেখা। বাতিঘর থেইকা বের হওয়া, একটা হরর-থ্রিলার ধারার বই। আপনে পইড়া আমারে জানাইয়েন কেমন লাগলো। এইটা অবশ্য চার তারকা। আসলে, হয়তো সাড়ে চার দিতাম। কিন্তু, ঐ যে। পূর্ণ সংখ্যা ছাড়া দিমু না ঠিক করছি। যাই হোক, জানাইয়েন কেমন লাগলো। অপসাহিত্য রেফার করলাম, আবার মাইরেন না। =p~

৮| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ফেসবুকে পোলাপান মুভি কিংবা বইয়ের রেটিং দেয়ার জন্য ভগ্নাংশ কেন ব্যবহার করে-আমি ঠিক বুঝি না। হয় দুই দে, নাহয় তিন দে। আর মাঝামঝি হলে আড়াই দে। ২.৮৫ আবার কেমন রেটিং?

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৮

অজ্ঞ বালক বলেছেন: একদম। এমন বিরক্ত লাগে। মানে, মাঝে মাঝে ভাবি হালায় বইডা কয়বার পড়সে। ধরেন, দশবার। একেকবারে একেক রেটিং। শেষে যোগ কইরা ভাগ দিসে নাকি!!! পুরাই ইয়ে-পাকনা রেটিং দেয় অনেকে। X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.