নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তন কিংবা অহেতুক লেখা

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩২

২৭ জুলাই, ২০২১।

আজ ২৪ ডিসেম্বর, ২০২২।

বয়স হিসাবের ক্যালকুলেটর অংক কষে বের করলো ১ বছর ৪ মাস ২৮ দিন পার হয়েছে শেষ পোস্ট লিখেছি সামুতে।



কিছু একটা লিখতে ইচ্ছা হওয়াতে নতুন ব্লগের বাটনে ক্লিক করে লেখা শুরু করলাম কিন্তু এখন বিরক্তি লাগছে। বাংলাদেশের বর্তমানে জীবিত জনপ্রিয়তম ঔপন্যাসিককে একবার প্রশ্ন করেছিলাম লিখতে হলে কি লাগে। তার উত্তর ছিল, ধৈর্য। এ জিনিসের অস্তিত্ত্ব আমার জিনোমের মধ্যে আদৌ ছিলোও না, নেই আর হবে বলেও মনে হয় না। কিন্তু চেষ্টা কম ছিল না লেখক হওয়ার। কেন? কারণ মনে হতো, আরে ভালোই তো লিখি। অল্পবিদ্যা ভয়ংকরী যেমনটা সবাইই জানে, তেমনি অল্পখ্যাতিও প্রলয়ঙ্করী। অতিদ্রুত লিটল ম্যাগ, সাহিত্য ম্যাগাজিন, পত্রিকায় নিজের নাম ছাপার অক্ষরে দেখে এমন মনে হতেই পারে আমিই সেই কাণ্ডারি যার কাঁধে উঠবে বাংলা সাহিত্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জোয়াল। কিন্তু সমাজ-সংসার এর জোয়াল যে হাট্টাকাট্টা ষাঁড়কে বলদ বানিয়ে দিতে পারে সে তো আর জানা ছিল না।

তবে লেখা আমার কাছে একটা হাঁফ ছেড়ে বাঁচার অংশ। গত প্রায় দুই বছর ধরে একটা দমবন্ধকর প্রতিষ্ঠানে অন্ধের মত শ্রম দিয়ে গিয়েছি, ও স্ময়ের আমাকে জীবিত বলতে বাধছে। তারপর আবার ভীমরতি বা সুমতি ও প্রস্থান-পর্ব চলমান। কেন যেন দুঃসময়েই প্রকৃত বন্ধুর কথা মনে পরে। আমার যেমন মনে পড়লো সামুর কথা, ব্লগের কথা। আরও সূক্ষ্মভাবে বলতে গেলে লেখার কথা।

ডিসেম্বর খুব মাহাত্ম্যপূর্ণ এক মাস। এ মাসে গায়ে একটা ভাব আসে, কাগজের ডায়েরি বা স্মার্টফোনের নোটপ্যাডে অনেক লম্বা লম্বা ফিরিস্তি লেখা হয় যাকে প্রমূখ বিশেষ ব্যাক্তিবর্গ রেজুলিউশন বলে থাকেন, এবং এর কোনোটাই কখনো সম্পন্ন না হওয়ার অমিত সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা-পর্যালোচনা অন্তর্জালে বিদ্যমান। আমি তাই সভয়ে এড়িয়ে চলি এমন তালিকা নির্মাণ। ধ্বংসে আমার সুখ্যাতি সুবিদিত, গড়তে নয়। তাও ভাবছি আবারও এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সপ্তাহান্তে অন্তত একটি লেখা প্রসবান্তে ব্লগে ত্যাজ্য করে যাওয়ার যুগোপযোগী রেজুলিউশনটা কি এবার নিয়েই ফেলবো নাকি? ভোগে নয়, ত্যাগেই তো প্রকৃত সুখ!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:




অহেতুক কিছু লিখবেন না, এমন কিছু লিখবেন যেন সবাই পড়তে পারেন।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২২

অজ্ঞ বালক বলেছেন: আমি ফরমায়েশি বাবুর্চি না, সবাইর মনপসন্দ খাবার বানামু। আমি নিজের জন্য রান্ধি, আর কে কি খাইলো না খাইলো তাতে কিচ্ছু যায় আসে না আমার।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩২

শেরজা তপন বলেছেন: ফিরে আসায় অভিনন্দন। ফের স্বমহিমায় দুর্দান্ত ভাব ফিরে আসুন।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৩

অজ্ঞ বালক বলেছেন: যে দিন গেসে, সে কি আর ফিরে আসে। চেষ্টা থাকবো। ভালো আছেন তো ভাই?

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম! বেশ কিছুকাল আগে মুগ্ধতার সাথে আপনার কয়েকটা লেখা পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৪

অজ্ঞ বালক বলেছেন: ফিরে এসে আপনার মন্তব্যগুলো দেখে আসলেই আন্দোলিত হইসি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সময় নিয়ে আমার লেখাগুলো পড়সেন এটা অনেক বড়ো প্রাপ্তি। ধন্যবাদ আবারও।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবার শুরু করেন।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৫

অজ্ঞ বালক বলেছেন: চেষ্টা করতেসি, দেখা যাক।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: লিখুন। লিখতে থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৫

অজ্ঞ বালক বলেছেন: পড়ুন, পড়তে থাকুন-টা বেটার। বাট লেখাটাও জরুরি।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

আমি তুমি আমরা বলেছেন: ওয়েলকাম ব্যাক। লিখতে থাকুন দুহাত খুলে।শুভকামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৬

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ। দুই হাত খুলে, এরপর ল্যাপটপ খুলতে হয়। আরও কত কি! প্যারা আছে। যাই হোক, চেষ্টা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.