নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাতানো খেলা

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

অহেতুক অকারণ

জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে

অহেতুক অকারণ › বিস্তারিত পোস্টঃ

অজানা নেশায় বুদ হয়ে থাকি

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭

ভালবাসতে শিখ, ভালবাসা দিতে শিখ, তাহলে তোমার ভালবাসার অভাব হবে না।

-টমাস ফুলার



সকাল বেলায় উঠে মাঝে মাঝে আমি বাণী চিরন্তন বইটি পড়ি। টমাস ফুলারের এই পুরনো বক্তব্যটি মনে ধরলো। কিছুক্ষন নিজের অজান্তেই ভাবলাম, আসলে ভালবাসার জন্ম কোথায়? পৃথিবীতেই কি এর সূচনা হয়েছে নাকি তা অপার বাস্তবে? আমি ভাবি, কতই তো ভাবনা থাকে এই মনে.............

কিভাবে ভালবাসি! কিভাবে ভালবাসলে, ভালবাসার অভাব হয় না, কাউকে কষ্ট দিতে হয় না?



কার ছোঁয়াতে, একটু মধুর ধ্বনিতে মন মাতাল হয় তাকে খুঁজি।



মনে মনে গেয়ে উঠি, রচি মম ফাল্গুনী।।



একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি_

তাই দিয়ে মনেমনে রচি মম ফাল্গুনী।।

কিছু পলাশের নেশা. কিছু বা চাঁপায় মেশা,

তাই দিয়ে সুরে সুরে রঙে বসে জাল বুনি।।

যেটুকু কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।

যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,

তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি।।




আমার মন আর আমি, দূরে থাকতে ভাল লাগে না........

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২২

বিজন ব্যাথা বলেছেন: "ভালবাসতে শিখ, ভালবাসা দিতে শিখ, তাহলে তোমার ভালবাসার অভাব হবে না।"

কথাটা সত্য নয়......দিলেই পাওয়া যায় না...

২| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩

অহেতুক অকারণ বলেছেন: হয়তো তাই-ই....

এই কারনেই এত ভাবনা আসে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮

নাজিম উদদীন বলেছেন: বাণী চিরন্তনী আমার জঘন্য লাগে।

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬

অহেতুক অকারণ বলেছেন: বাণী চিরন্তনী আমারও ভাল লাগে না, নাজিম।

তবে মাঝে মাঝে পড়ি, নিজেকে যাচতে ভাল লাগে, তাই।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৮

ফজল বলেছেন: সত্যিই, এ এক সংজ্ঞাতীত আবেগ, অনুভূতি ও আচরণের সম্মিলন।

২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৬

অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ ফজল,
গানের কথাগুলো মনের গহীন ছুঁয়ে যায়, আবেগ, অনুভূতি ও আচরণের সম্মিলন, বেশ বলেছেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.