![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে
তোমার ঐ চির সুন্দর সৃষ্টি
কেন অসময়ে ঝাপসা হয়ে আসে?
তোমার দেয়া অফুরান ভালবাসার স্পন্দন
হঠাৎ থেমে আসে কেন?
তোমার দেখানো সোনালী স্বপ্ন
এখনই কেন ভেঙে যেতে চায়?
তোমার অসীমের সামনে দাঁড়িয়ে
ক্ষুদ্র আমরা খুঁজে পাই একটাই উত্তর-
তুমি
স্বর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো
হ্যাঁ, এই আমাদের বিশ্বাস
যখন দিয়েছো সীমাবদ্ধতা
তখনই দিয়েছো অতিক্রমের শক্তি;
তাই হয়ে শ্রষ্ঠা,
আমাদের হাতকে করো দক্ষ,
দৃষ্টিকে করো প্রক্ষর,
মনকে করো একাগ্র,
যাতে আঁধারে ছড়িয়ে দিতে পারি
তোমার করুনার আলো ।।
ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের-
'আমার দেশের সোনার ছেলেরা আছে না'-এই এ্যাডটির পরে অমিতাভ রেজার স্কয়ার হাসপাতালের এই এ্যাডটি আমার খুব খুব প্রিয়। এ্যাডটি অনেক সিনেম্যাটিক, খুব গভীরভাবে চিন্তা করলে আমার চোখে পানি চলে আসে। অ্যাসাইনমেন্টের জন্য এ্যাড খুঁজতে খুঁজতে এই এ্যাডের সন্ধান পেলাম। সাধারণত, হাসপাতালের টিভি কমার্শিয়াল বেশি দিন প্রচার করা হয় না। তাই আমার ভাললাগাটা এখানে যুক্ত করে রাখলাম।
স্কয়ার হাসপাতাল (টিভি কমার্শিয়াল)
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
অহেতুক অকারণ বলেছেন:
আমি অনেক আশা নিয়ে বসে আছি।