নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অয়েল ওশান

অয়েল ওশান › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো বোন............

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

হে বোন আমার...............

আজ ঘরের বাইরে বের হয়ে তুমি যে জব/চাকুরী করছো, তোমার জন্য একজন শিক্ষিত যুবক যে কিনা হতে পারতো তার পরিবারের একমাত্র উপার্জনকারী, সে আজ হন্যে হয়ে একটা চাকুরীর জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে.........

একান্ত অর্থকষ্ট/প্রয়োজন হলে নাহয় ভিন্নকথা, সেক্ষেত্রে তুমি তোমার শালীনতা বজায় রেখে কর্মক্ষেত্রে যেতে পারো তবে মনে রেখো, একজন নারী যে কাজ করতে সক্ষম তা দশজন পুরুষকে দিয়েও হবে না..........

হে বোন আমার..... আজ তোমাকে তোমার ঘরে বড় প্রয়োজন।

তুমি হয়তো আজ অনেক বড় কোন কোম্পানিতে জব করছ.........

হয়ত কোন ফ্যাশন হাউজ, কোন রেস্টুরেন্ট, অথবা কোন ইন্ডাস্ট্রির অফিসের কাজ সুনিপুণ হাতে সাফল্যের সাথে পরিচালনা করছ..........

কিন্তু তোমার অভাবে ভেঙ্গে পরছে আমাদের ফ্যামিলি সিস্টেম..........

বয়স্করা একা হয়ে গেছে.......

যুবকেরা বেকার হয়ে হতাশার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে.........

আর মায়ের আদর, স্নেহ ও শাসনের অভাবে শিশুরাই হয়ে গেছে শিশুদের অভিভাবক, পথপ্রদর্শক।

কিন্তু বোন আমার, তুমি কি একটু ভেবে দেখেছো?

কল-কারখানা, অফিস-আদালত তো ছেলেরাও চালাতে পারে, কিন্তু একটা পরিবার কে সুষ্ঠু ভাবে পরিচালনা করার সাধ্য ওদের নেই.........

মায়া-মমতা, আদর-ভালবাসা দিয়ে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষমতা ওদের নেই .........

একমাত্র তুমিই পারো হতাশাগ্রস্থ যুবসমাজকে অনুপ্রেরণা আর উৎসাহ

দিয়ে উদ্যামি করে তুলতে.........

মা-খালা, দাদি-নানির অভিজ্ঞতার ভান্ডার থেকে জ্ঞান অর্জন করে তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারো একমাত্র তুমিই।

মনে রেখো বোন, সংসার সুখের হয় রমণীর গুণে, তুমি তোমার সংসারটাকে সুখের সংসার হিসেবে গড়ে তোলার দায়ীত্ব নাও, আর উপার্জন করার দায়ীত্বটুকু তোমার স্বামী কিংবা ভাইয়ের হাতে তুলে নিতে দাও। এভাবে আমরা একটি করে সুশৃঙ্খল পরিবার এবং অনেকগুলো সুশৃঙ্খল পরিবারের সমন্বয়ে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি।

একটা সুশৃঙ্খল সমাজের প্রত্যাশায় আজ আমি তোমাকে দিচ্ছি ঘরে ফেরার ডাক.........

ফিরে এসো বোন......... পরিবার ভেঙ্গে পড়ার আগে.........

সন্তান বিপথে যাবার আগে.........

যুবকেরা অকর্মণ্য হয়ে যাওয়ার আগে.........

বয়স্করা হারিয়ে যাওয়ার আগে.........

সমাজ ধ্বংস হয়ে যাওয়ার আগেই তুমি তোমার ঘরে ফিরে এসো, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও প্লিজ.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.