![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘস্বাস এর মত নিস্বঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপ এর মত মৌন পাহাড়ের মত আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামির মত বড় একা আমি বড় একা ।।।।
বানিজ্যিকভাবে ডেইরী ফার্ম করতে চাই। ১০টা গরু দিয়ে শুরু করলে প্রাথমিক পর্যায়ে কেমন পুঁজি বিনিয়োগ করতে হবে।একজন কাজের লোকের বেতন মাসিক ৮০০০ টাকা বেতন ধরে তার খাওয়া দাওয়া,পোশাক সহ গরুর খাওয়া,চিকিৎসা খরচ বাবত বার্ষিক কত টাকা খরচ লাগবে? আর বিনিয়োগের বিপরীতে বার্ষিক কেমন প্রফিট আশা করতে পারি ? (আমাদের এলাকায় গরুর দুধের দাম ৫০টাকা/লিটার)
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
ভিটামিন সি বলেছেন: আমিও করতে চাই। কিন্তু দুধ বিক্রি ও গো খাদ্যর জন্য সাহস পাচ্ছি না।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
অজানামন বলেছেন: গো খাদ্যের দাম যেমন বাড়ছে দুধুর দাম ও তেমন বাড়ছে। তবে আগে যা লাভ হত তার ১৫% কম হতে পারে। । ভিটামিন সি ভাইয়া দুধের চাহিদা অনেক। ডেইরী ফার্মের গরুর দুধ ঘন,তাই গ্রামেই এর অনেক চাহিদা. . . .আর মিষ্টির দোকান,চা দোকানে যোগাযোগ করলে তারাই অনেক দুধ কিনবে।যে কাজের লোক থাকবে তাকে দিয়ে দুধ (ডেলিভারীর)বিক্রির কাজটা করা যাবে ।আর দুধ তো ফ্রিজেও সংরক্ষন করা যায়।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
সাদা কলো বলেছেন: আপনি কি দেশী না বিদেশি গরু দিয়ে শুরু করবেন?ঘাস চাষ করার মত উপযুক্ত জমি আছে কি না? আপনি বকনা না দুধের গরু দিয়ে শুরু করবেন? কত টাকা বিনিয়োগ করতে পারবেন? এগুলো সম্পরকে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: যদি ডেইরী খামার শুরু করেন.........তাহলে জানাইয়েন। তা আপনি কোথা্য খামার করবেন?
১৫ লিটার দুধ দেয় এমন একটা শংকর জাটের গাভির দাম কত?
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
শয়ন কুমার বলেছেন: পূর্ণ প্রশিক্ষণ নিয়ে গাভীর খামার Click This Link
সরকারী নীতিমালা আনুযায়ী হরিন পালন Click This Link
বাণিজ্যিকভাবে ছাগল পালন : Click This Link
বাণিজ্যিকভাবে খরগোশ পালন : Click This Link
বাণিজ্যিকভাবে কোয়েল পালন Click This Link
বাণিজ্যিকভাবে মৌমাছি পালন : Click This Link
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
অজানামন বলেছেন: বানিজ্যিক ভাবে দেশী গরু চাষ করলে তো পোষাবেনা। বিদেশী গরু পালতে হবে।ঘাস চাষ করার পর্যাপ্ত জায়গা আমাদের আছে।ভাল জাতের ঘাস আর খেসারি চাষ করা যাবে। বাজেটের ব্যাপারে আইডিয়া নিতেই এই পোস্ট@সাদা কাল। আমি প্রজেক্টটা উত্তর চট্টগ্রামের অর্থাত(ফটিকছড়ি)তে করতে চাই।গরুর দাম সহ বিস্তারিত কিছুই আমি জানিনা,কিছু আইডিয়া নেওয়াই এই পোস্টের উদ্দেশ্য@জ্যান্ত লাশ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
উস্তার বলেছেন: ডেইরী ফার্ম না করাই ভালো।ডেইরী ফার্মা এর প্রধান সমস্যা কাজের লোকের আভাব।তাছারা গুখা্দ্যের মুল্য বৃদ্দি পাওয়ায় আগের মত মুনাফা করা যায়না।