![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
বাসন্তী শাড়িতে সাজে রাধিকা আমার,
কপালে খয়েরি রঙের টিপ, মাথায় বাহারি
ফুলের ব্যান্ড, হাতে রেশমি কাচের চুড়ি,
আজ অঙ্গে তার লেগেছে বসন্তের ছোঁয়া।
প্রকৃতির সব সৌন্দর্য যেন আজ তার
শরীরে ফুটে উঠেছে, বাসন্তী শাড়িতে।
কি দারুণ সর্পিল গড়নের হেমাঙ্গিনি,
ঠিক মনে হয় যেন, জগতের যত রূপ,
লাবণ্য আর সুখ আছে সবই তার।
কি যে অপরূপ রূপ, রুপের বহ্নি শিখা,
বসন্তের সুরসুন্দরী। মনের অজান্তেই
সে যেন আমার হৃদয়ে আগুন ধরিয়ে
যায়, তবে সেই আগুনে দহন নেই।
এই যেন তপোমূর্তি, বদন তার অরণ্যের
অগ্নিশিখা। হাজারো কৃষ্ণচূড়া যেন তার
রক্তিম অধরের মুচকি হাসি হয়ে আমার
চারদিকে ফুটে রাশি রাশি।
বসন্তের সকল ফুলের সুবাস যেন তার
খোলা কুন্তলে জড় হয়েছে। পাখিদের
গানের সুর সে ইঙ্গিত বয়ে আনে কানে।
আর তাই বড্ড ইচ্ছে করে ঐ সুরভিতে
নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে।
আজ অঙ্গে তার লেগেছে বসন্তের ছোঁয়া।
________০___________
ফাল্গুনঃ বাংলা বর্ষপঞ্জির একাদশ মাস, বসন্ত ঋতুর প্রথম মাস, যা গ্রেগোরীয় বর্ষপঞ্জির ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৪ই মার্চ পর্যন্ত কালপর্ব।– বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
কাঁচা সবুজে বৃক্ষ দোলে,
এই উছাসে ডালে ডালে
পাখিরা সুর খেলে।
চতুর্দিকে বিকশিত বাহারি
ফুল দোলে, পাখিদের সাথে
তাল রেখে ভোমরের গুঞ্জন চলে।
যুবতি সাজে বাসন্তী শাড়ীতে,
তা দেখে নিজেকে লুকিয়ে
কোকিল ডাকে কুহু কুহু।
***সকলকে পহেলা ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা।***
ছবি; গুগল
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫
অজানা তীর্থ বলেছেন: এই ছবিটা দেখে আবেগের জন্ম হলো তাই লিখে ফেলেছি। নিরন্তর শুভকামনা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৩
রাজীব নুর বলেছেন: বসন্ত নিয়ে একটা কবিতা লিখতে খুব চেষ্টা করলাম। কিন্তু একটা লাইনও লিখতে পারলাম না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭
অজানা তীর্থ বলেছেন: হা হা হা বসন্ত কি আর আছে আগের মত?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
আসলে কবিতা তো আবেগের খেলা। আবেগ জমিয়ে না রেখে, লিখে ফেলাই উত্তম।