নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অকালপক্কের ব্লগ

আসলে ছোটবেলায় অল্পবয়সে পেকে গিয়েছিলাম তো তাই এখন আমার নাম অকালপক্ক ছেলে।

অকা্লপক্ক ছেলে

অকা্লপক্ক ছেলে › বিস্তারিত পোস্টঃ

তোমার সঙ্গে দেখা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তোমার সঙ্গে দেখা আমার এক মেঘলা রাতে

আমি তখন নিকোটিনে নিজেকে আচ্ছন্ন করে রেখেছি

বৃষ্টি হবে মনে করে তুমি জরে হাঁটতে লাগলে

আর আমিও দেখতে লাগলাম তোমার সে দ্রুত পদধ্বনি

যা রাস্তার পাশে জমে থাকা হালকা কাদা একে ছিল



তোমার সঙ্গে দেখা আমার এক নিঃসঙ্গ রাতে

যেদিন আমার সাথে কেও ছিল না

কিন্তু তোমাকে দেখে আমার নিঃসঙ্গ তা মনে হয় ভয় পেয়েছিল

তাই নিজেকে আর টা বোধ করি নি

মনে হয় যাওয়ার পথে তুমি আমাকে দেখেছিলে

ঐ রাতে আর ঘুম হয় নি আমার ।



তোমার সঙ্গে কবে দেখা হবে আবার ?

এই ভাবনায় নিজেকে আচ্ছন্ন করে রাখি

ভাবি দেখা হলে বলবি সবই

আমার যত কথা

দেখা দিবে তো আবার ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.