নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজীর আঁকা ছবি: ঢাবিয়ানের আঁকা ছবি

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩


চাাঁদগাজী মুক্তিযুদ্ধের একটি ছবি এঁকেছিলেন এভাবে:
“আমাদের শিক্ষিত সমাজ, চাকুরীজীবিগণ, কলেজ-বিশ্ববিদ্যালেয়ের শিক্ষকগণ ও তাদের পরিবারের লোকেরা যুদ্ধে মোটামুটি অংশ নেননি; যুদ্ধে সাধারণ মানুষের উপস্হিতি দেখে মনে হয়েছে, পাকি বাহিনীর সাথে যুদ্ধ করা একমাত্র গরীবদের ও অশিক্ষিতদের দায়িত্ব। আমাদের শিক্ষিতরা যু্দ্ধের সময় কোথায় ছিলেন? তারা চাকুরী করেছেন; এদের অনেকের অবস্হা এমন ছিলো, চাকুরী না করলে পরিবার চালানোর অবস্হা ছিলো না। গরীবদের পরিবার এমনিতেই চলতো না; ফলে, যুদ্ধে গেলেও চলেনি, বাড়িতে পালিয়ে থাকলেও চলেনি। গরীবেরা সহজে সবকিছু ফেলে যুদ্ধে চলে গিয়েছিলেন; কারণ, 'সবকিছু' বলতে তেমন কিছুই ছিলো না: ছিলো হয়তো, মা-বাবা, স্ত্রী, সন্তান। ধনীদের ছিলো বড় বাড়ীঘর, ব্যবসা বাণিজ্য, চাকুরী, সরকার”।

আর ঢাবিয়ান আঁকলেন ২০১৮ সালের ভোটযুদ্ধের ছবি

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ঢাবিয়ান প্রশ্নফাঁস জেনারেশনের লোক, মনে হয়; উনার প্রায় ধারণাই ভুল হওয়ার সম্ভাবনা আছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

আখ্যাত বলেছেন: সেদিন "ধনীদের ছিলো বড় বাড়ীঘর, ব্যবসা বাণিজ্য, চাকুরী, সরকার”। তাই তারা যুদ্ধ করেনি।
আজও ধনীদের আছে বড় বাড়ীঘর, ব্যবসা বাণিজ্য, চাকুরী, সরকার”। তাই তারা যুদ্ধ করছেনা, অন্যায়ের বিপক্ষে।
এই ধারণাটা মনে হয় ভুল না।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

কলাবাগান১ বলেছেন: যিনি মিথ্যা কথার ফেরী করে বেড়ান ব্লগে...যেমন আমেরিকান তারকা মেরিলেন মনরোর বুকের ছবির মাঝে জ্যান্ত তেলাপোকার (ফেইক) ছবিকে বাংলাদেশের হাসপাতালের এক্সরে এর ছবি বলে চালিয়েছিলেন..তার মুখে অন্তত নীতি কথা শুনতে চাই না...

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

আখ্যাত বলেছেন: তিনি তার কমেন্টাধিকার প্রয়োগ করেছেন। আপনি আপনার অধিকার প্রয়োগ করেছেন। দু’জনকেই থ্যাংকস

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

মাহমুদুর রহমান বলেছেন: দুজন যার যার দিক থেকে ঠিক আছেন।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

আখ্যাত বলেছেন: প্রতিটি জ্ঞানবুদ্ধিই অন্যটির থেকে আলাদা।
ফিঙ্গারপ্রিন্টের মত আলাদা।
মজার ব্যাপার হলো, প্রতিটি জ্ঞানবুদ্ধিই নিজেকে অন্যটির চেয়ে সেরা ভাবে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

ঢাবিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য। এই দেশের আজকের এই করুন অবস্থানে আসার পেছনে শুধু এই দেশের কুৎসিত রাজনৈতিক দলগুলো দায়ী নয়, এই দেশের শিক্ষিত বিবেকহীন শ্রেনীটার বিড়াট একটা দায় আছে।


১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

আখ্যাত বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

কানিজ রিনা বলেছেন: ঢাবিয়ানের সাথে একমত,তবে চাঁদগাজীর
কথাগুল আসলেও সত্য। এখন আর তখন
বড় লোকের ছেলেরা আসলে ৭১ এর যুদ্ধে
লুকিয়ে চুরিয়ে থেকেছে এমনকি তখনকার
নেতার ছেলেরাও গরীবের ছেলেদের উৎসাহ
দিয়েছে যুদ্ধে যাওয়ার কিন্তু নিজেরা ভান
করেছে শুধু। এখন দেখেন প্রমান, কয়টা
নেতার ছেলে দলের হয়ে জীবন দেয়, সবই
গরীবের ছেলেরা দলের হয়ে জীবন দেয়।
আজ সত্য কথা বলতে হয় এরশাদ,জিয়া
শেখমজিবর রহমান উনাদের ভাই কিংবা
ছেলেরা কেউ একাত্তরে মুক্তি যুদ্ধে কিন্তু
জীবন দেন নাই। তিরিশ লাখ জীবন দেওয়া

মুক্তি যোদ্ধার মধ্যে যাহারা সেক্টর কমান্ডার
বা নেতা গোছের ছিল তারাই আজ জীবন্ত
মুক্তিযোদ্ধা তার ভিতর একজন চাঁদগাজী।
তিনি সত্যই বলেছেন। সবই সাধারন ক্ষেতী
তাঁতী গরীব কৃষক তাঁতীর যুবক ছেলেরা
দেশের জন্য জীবন দিয়ে গেছেন।

সবকটা জানালা খুলে দাওনা ওরা আসবে
চুপি চুপি যারা এইদেশটাকে ভালবেসে
দিয়ে গেছে প্রান।

অনেক সত্য কথার পোষ্টের জন্য ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

আখ্যাত বলেছেন: আপনার ধন্যবাদটি চাাঁদগাজী ও ঢাবিয়ানকে পাঠিয়ে দিলাম

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

আখ্যাত বলেছেন: ধন্যবাদ দেয়া থেকে বিরত থাকলাম।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশবাসি সবাইকে মুক্তিযুদ্ধে যেতে হবে কেন?
দেশের সকল কবি, লেখক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, চিত্রকর, ভাস্কর, চারু শিল্পী .... এরা সবাই প্রগতিশীল মনের অধিকারি, সরাসরি যুদ্ধে যায় নি, বন্দুক হাতে নেয় নি, তার কি মুক্তিযুদ্ধ সমর্থক ছিল না?
কবিকে শিল্পীকে হাতে লাঠি বা বন্দুক নিয়ে মুক্তিযুদ্ধ করতে হয় না, তাদের অগ্নিঝরা কবিতার ছন্দ আর মানবতার প্রবাদবাক্য গুলি বন্দুকের গুলির চেয়েও অনেক বেশি ক্ষমতাবান, এটা বুঝতে চায় না পাকিপ্রেমিরা।

ঢাকায় অনেকেই চাকুরি ছেড়ে বাচাকাচ্চা নিয়ে অনিশ্চিত গন্তব্যে অতিবিপদসংকুল সীমান্ত পার হতে পারেনি, গ্রামও নিরাপদ ছিলনা, সে তুলনায় ঢাকাই সবচেয়ে নিরাপদ ছিল। কারন কেউ নিশ্চিত না ৯ মাসে স্বাধীন হবে না ৯ বছর লাগবে।
যুদ্ধে না গেলেও সবাই মুক্তিযুদ্ধে সমর্থন ছিল, অনেকে মুক্তিযুদ্ধাদের সাথে যোগ দিয়ে, নিজের গাড়ী দিয়ে অস্ত্র নিয়ে কম্বাটে অংশগ্রহনও করেছে।


সুধু অস্ত্রসস্ত্র, যুদ্ধজয় আর এলাকা দখল করলেই একটি রাষ্ট্র হয়ে যায় না। আরো কিছু লাগে।
ইরাকে আইএস ও সিংহলি তামিল টাইগাররা অনেক অস্ত্র নিয়ে প্রায় সব এলাকা দখল করে রেখেছিল বছরের পর বছর, কিন্তু লাভ হয়নি, এলাকা হয়েছে। রাষ্ট্র হয়নি। একসময় দখলকৃত এলাকার পতন হয়েছে।

বন্দুক দিয়ে সবকিছু হয় না।
মুজিবনগর সরকার ও আওয়ামীলীগ নেতারা স্বাধীন বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা বাহিনী, সেক্টর করে যুদ্ধ পরিচালনা আর অন্যদিকে রাজনৈতিক ও বিশ্বজনমত তৈরি করতে বিপুল অবদান রাখে চলছিল। আর কবি, লেখক, গীতিকার, শিল্পী, আর স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান যেভাবে দেশবাসি ও মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ে বিপুলভাবে উদ্দিপ্ত করেছিল, এসব না থাকলে দেশ এত দ্রুত দেশ স্বাধীন হত না। বাংলাদেশ কখনো এত দ্রুত সফল রাষ্ট্র হিসেবে আবির্ভুত হতে পারত না।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

আখ্যাত বলেছেন: এনি ওয়ে, “দেখে মনে হয়েছে, পাকি বাহিনীর সাথে যুদ্ধ করা একমাত্র গরীবদের ও অশিক্ষিতদের দায়িত্ব”

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২২

কানিজ রিনা বলেছেন: হাসানকাল বৈশাখী আপনার কথাও যথেষ্ট
সত্য। কিন্তু এখনও দেখুন কয়জন নেতার
ছেলে দেশে লেখা পড়া করছে আর দলের
হয়ে জীবন দিচ্ছে। নেতাদের ছেলেরা হীরের
টুকরো তাদের মেধার জোর না থাকলেও
টাকার জোরে বিদেশে লেখাপড়া সাচ্ছন্দ
জীবন কাটায়। অথচ গরীবের ছেলেরা দলের
জন্য জীবন বিসর্জন দেয়।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

আখ্যাত বলেছেন: ১০০%

১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

বলেছেন: :P

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

আখ্যাত বলেছেন: এলিয়েন নাকি?

১১| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগার হাসান কাল বৈশাখীর মতো মগজ হীন বাংগালী কতজন আছে ভাবনার বিষয়; এই লোক নজীরবিহীন গবেট, ক্রিমিনাল।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

আখ্যাত বলেছেন: আমার ধারণা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.