![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রেইন মানে মগজ বা ঘিলু, আর ওয়াশ মানে ধোয়া, ধোলাই বা ধৌত করা। অভিধানের চোখে ওয়াশ একটি ইতিবাচক শব্দ। দু’টো শব্দের অর্থই পজিটিভ। কিন্তু ব্যবহারিক অর্থটি খু্বই নেগেটিভ।
ওয়াশ না বলে পলুশন বললে কেমন হতো? মগজধোলাই না বলে মগজদূষণ বললেই তো ভাল হত। আভিধানিক, ব্যবহারিক দু’দিক থেকেই অর্থের মিল থাকতো।
মগজের গুরুত্ব হাত, পা, চেহারার গুরুত্বের চাইতে বেশি। অন্য সব রকমের দূষণের চেয়ে মগজের দুষণ বেশি মারাত্মক। সুতরাং মগজধোলাই তো কাম্য এবং অপরিহার্য জিনিস। ফেসওয়াশ, হ্যান্ডওয়াশ ইত্যাদির চাইতে ব্রেইনওয়াশ বেশি জরুরী। হাত ধোয়া, মুখ ধোয়া, কাপড় ধোলাইয়ের চাইতে বেশি দরকার, বার বার দরকার, প্রতিদিন দরকার যে জিনিসটি, তা হল মগজধোলাই। বেইন ওয়াশ
০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৭
আখ্যাত বলেছেন:
ব্রেনতো সবারই আছে
ময়লাও জমে নিয়োমিত
দরকার হলো ধোলাই, নিয়োমিত
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
সাইন বোর্ড বলেছেন: কিছু মালপানির টোপ থাকলে দ্রত ব্রেইন উয়াস করা যায় ।
০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৮
আখ্যাত বলেছেন:
ব্রেইন ওয়াশ আসলে খারাপ কিছুনা
দরকার, ব্রেইন ওয়াশ দরকার, নিয়োমিত দরকার।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: যাদের ব্রেন নেই তাদেরটা খুব সহজেই ওয়াস করা যায়।