![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যেই স্বাধীনতাবিরুদ্ধরা নিষিদ্ধ হবে। তোমাদের সম্পদগুলো সব জব্দ হবে। তোমাদের সন্তানগুলো সব বেকার হবে। নতুন কোন চাকরিতে তোমাদের DNA ধারীরা অনুপ্রবেশ করতে পারবেনা। তোমরা তখন কী করবে তা ভগবানই জানেন। তবে আমার পরামর্শ হলো, তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, অনুগত ও যত্নশীল থাকবে। এটা ঠিক, মায়ের সব কাজ সব সন্তানের ভালো নাও লাগতে পারে। সন্তানের জানা উচিত, মা যাই করেন তাদের ভালোর জন্যই করেন। দেশের সব আইন মানুষের মঙ্গলের জন্যই রচনা করেন দেশের মালিক। সুতরাং তোমরা সরকারের কোন কাজে বাধা দেবেনা, সহযোগিতা করবে।
• নিষিদ্ধ হওয়ার পর আবার অন্য কোন নাম দিয়ে আবার অপরাজনীতি শুরু করনা যেন।
• সম্পদ বাজেয়াপ্তের পর নতুন কোন অপকৌশল ব্যবহার করে আবার সম্পদ আহরণ শুরু করনা যেন।
• চাকরিচ্যুত হওয়ার পরে নতুন কোন চাকরিতে আবার অনুপ্রবেশের অপচেষ্টা করনা যেন।
• যারা এখনও চাকরি পাওনি, কোন প্রকার নাশকতার পরিকল্পনা থেকে বিরত থেকো, কোন প্রকার গোপন বৈঠক না করার উপদেশ দিচ্ছি।
পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করেই তোমাদের আয়ুষ্কাল শেষ হবে। এ নিয়ে অযথা টেনশিত হয়ে কোন লাভ নেই। পরের প্রজন্মকেও যেন প্রায়শ্চিত্ত করতে না হয়, সেই চেষ্টায় লেগে থাকো। সবার আগে নিজেদের চেতনাকে পরিশুদ্ধ করতে হবে। এটা কোন আশ্চর্য মলম নয় যে, “একবার ব্যবহারেই নিশ্চিত ফলাফল”। চেতনা বিশুদ্ধ করতে প্রয়োজন কঠর অধ্যাবসায়, নিরন্তর সাধনা।
• প্রত্যাহ সূর্যোদয়ের প্রহরে ৭বার পাঠ করবে, “ ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা”।
• সূর্যোস্তের লগ্নে ৩ বার পাঠ করবে, “জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো”।
• মহান জাতীয় সংসদের মাননীয় সাংসদ মমতাজের সবগুলো গানের ক্যাসেট জোগাড় করতে পারো।
• পবিত্র ১৪ই ফেব্রুয়ারী মহান ভালবাসা দিবসের মত সকল দিবসকে যথাযথ নিয়মে পালন করার অভ্যাস গড়ে তুলতে হবে।
• সর্বোপরি নতুন প্রজন্মের মূলধারার সাথে নিজেদের জীবনকে প্রবাহিত করার চেষ্টা করতে হবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
আখ্যাত বলেছেন: :
.।.।.।.।.।কারাগা।
কারাগারেও কোটা চাই।
স্বাধীনতাবিরোধীদের সন্তানদের জন্য ৩০% কোটা চাই
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
আখ্যাত বলেছেন:
কৃতজ্ঞতা
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঢালাও ভাবে ক্ষমা চাইলে হবে না।
ক্ষমা চাইতে হবে শহীদদের প্রতিটি পরিবারের কাছে।
লাঞ্ছিত প্রতিটি মা-বোনদের নিকট।
একজনও যদি ক্ষমা গ্রহণ না করেন, সেই ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য হবে না। দায়ী ব্যক্তিটির বিচার চলবে।
এইটাই ইসলামী আইন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
আখ্যাত বলেছেন: :
জ্বি সত্যপথিক ভাই।
দেশ চলবে মদীনা সনদের ভিত্বিতে।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: সহমত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯
আখ্যাত বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: অন্য দল হিসেবে নিবন্ধন নিতে চাইলেই কি জামাত তা পারবে নাকি? আমার মনে হয় না। নির্বাচন কমিশনের সেইরকম মেরুদন্ড দেখিনি। শুনেছিলাম নির্বাচনের তফশীল ঘোষনার পরে কেউ নাকি গ্রেপ্তার হয় না। কই, এবার হাজার হাজার বিএনপি কর্মী তো জেলে ভরা হল নির্বাচনের ঠিক আগে আগে। এর আগে বিএনপি আমলে বহু নির্বাচন হয়েছে। সেগুলো যে খুব স্বচ্ছ ছিল তা বলা যাবেনা, কিন্তু এরকম গনহারে গ্রেপ্তার কখনও দেখিনি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫
আখ্যাত বলেছেন: :
যাদের গ্রেফতার করা হয়েছে, “সুনির্দিষ্ঠ” অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে।
মুক্তিযোদ্ধারা এ মাটির শ্রেষ্ঠ সন্তান, তাই চাকরিতে তাদের সন্তানদের জন্য ৩০% কোটা।
স্বাধীনতাবিরোধীরা এ দেশের নিকৃষ্ট সন্তান, তাই কারাগারে তাদের কুসন্তানদের জন্য ৩০% আসন নির্ধারিত করা কেন যুক্তিসঙ্গত হবেনা?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: :জ্বি সত্যপথিক ভাই। দেশ চলবে মদীনা সনদের ভিত্বিতে।
মদীনার সনদ কি আমি জানি না। আমি কোন পলিটিক্সের সাথে যুক্ত নই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
আখ্যাত বলেছেন:
:সে কি ভায়া!
পলিটিক্সতো পানির মতই জরুরী জিনিস।
পানি ছাড়া জীবন চলে?
পলিটিক্স ছাড়া রাষ্ট্র চলেনা।
রাষ্ট্র ছাড়া সভ্য মানুষের জীবন চলেনা।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: সে কি ভায়া! পলিটিক্সতো পানির মতই জরুরী জিনিস।পানি ছাড়া জীবন চলে? পলিটিক্স ছাড়া রাষ্ট্র চলেনা। রাষ্ট্র ছাড়া সভ্য মানুষের জীবন চলেনা।
রাজনীতি ছাড়াও তো অনেক সভ্য মানুষ চলছেন! তাঁরা এম,পি, মন্ত্রী, প্রেসিডেন্ট তো দূরের কথা ওয়ার্ড কমিশনা কিংবা সিটি কর্পোরেশনের মেয়রও হতে চান না।
রাজনীতি আমাদের ঘিরেই, রাজনীতিকে ঘিরে আমরা অনেকেই নই।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
মৃত্যু হবে একদিন বলেছেন: দুনিয়া মুমিনদের জন্য .।.।.।.।.।