![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈতিক অধপতন আর সাংস্কৃতিক আগ্রাসনে আক্রান্ত স্বজাতির কল্যাণে যারা এগিয়ে আসে, যারা জাতির নৈতিক দারিদ্র্য দূর করতে সচেষ্ট হয়, তাদের সংখ্যা নিতান্তই নগন্য। স্বজাতির অভাব পূরণে আপনার এগিয়ে আসা উচিত।
মনের কোন চিন্তাই স্থায়ী নয়। মন একই সময়ে একাধিক বিষয়ে চিন্তা করতে অক্ষম। একটা ত্যাগ করেই অন্যটা গ্রহন করে সে। আপনার মহামূল্যবান চিন্তাগুলি, প্রশংসনীয় উপলব্ধিগুলি, শিক্ষণীয় অভিজ্ঞতাগুলি এবং নির্ভুল প্রমাণিত সিদ্ধান্তগুলিকে স্থায়ী ভাবে সংরক্ষণ করতে চাইলে লিখতেই হবে। তা না হলে এ মহা সম্পদগুলি পেয়েও হারাবেন । তারপর, যে কোন দিনও এই সম্পদগুলি পায়নি, তার মত হয়ে যাবেন।
মানুষ তার প্রিয় মানুষের কোন অযাচিত আচরণে এতখানি কষ্ট ‘অর্জন’ করে, যা তাকে রীতিমত কবি, শিল্পি, গায়ক বানিয়ে দেয়। সংশ্লিষ্টের লেখনীতে চিক চিক করে এমন জমকালো জৌলুস, যা রীতিমত অবাক করা।
স্বদেশ স্বজাতিকে কতটা ভাল বাসি, তার প্রমাণ চিক চিক করুক আমাদের কলমের কালিতে । আহত মানবতার করুণ কান্না অনুরণিত হোক আমাদের বক্তৃতায় ভাষণে।
২| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথাতে কিন্তু ভালো লিখেছেন ।
শুভেচ্ছা রইল ।
৩| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩০
জগতারন বলেছেন:
পোষ্টে বিষয় বস্তুর প্রতি সহমত প্রকাশ করছি।
লেখকের প্রতি অভন্দন জ্ঞাপন করি।
৪| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
হাবিব বলেছেন:
নৈতিকতার প্রসঙ্গ আসলেই প্রথমে আসে আমরা কোথা থেকে নৈনিকতা শিখবো সেই বিষয়টি।
সে বিষয়ে বলতে গেলেই আমরা হয়ে যায় আনস্মার্ট, খ্যাত টাইপের কিছু একটা।
পোস্টের জন্য ধন্যবাদ। পোস্টে +++
১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৯
আখ্যাত বলেছেন: :
স্মার্টত্বই যেন আজ সব
স্মার্টত্বের জন্য জীবন দিতেও প্রস্তুত এ প্রজন্ম
৫| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে।
১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৯
আখ্যাত বলেছেন: :
ইনশাল্লাহ
৬| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২
ঢাবিয়ান বলেছেন: কিছু মানুষ দীর্ঘকালের অর্জিত শিক্ষা দীক্ষা , বিবেক বুদ্ধি সব কিছু বিষর্জন দিচ্ছে জাগতিক কিছু তুচ্ছ প্রাপ্তির কাছে। ভাবি সেই প্রাপ্তি নিয়ে শেষ পর্যন্ত কোথায় যাবে তারা ? গন্তব্যতো শেষ পর্যন্ত কবরই
১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩০
আখ্যাত বলেছেন: :
ঠিকই বলেছন ঢাবিয়ান
৭| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট।
৮| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: অবশ্যই লিখতে হবে।লিখার কোন বিকল্প নেই।
১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০
আখ্যাত বলেছেন:
আসুন হাতে হাত রাখি
চলুন এগিয়ে যাই
৯| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১:২৮
আকতার আর হোসাইন বলেছেন: ভাল পোস্ট। শুভ রাত্রি..
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০
ম্যাড ফর সামু বলেছেন: এখন কল্যাণ করতে যাওয়াটাও এক ধরণের আগ্রাসন বা অন্যায় হিসেবে ভাবা হয় আমাদের নৈতিক অবক্ষয় এত নিম্নস্তরে চলে গেছে যা বলার অপেক্ষা রাখে না। সুন্দর সময়োপযোগী পোষ্ট।