![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়ের কিছু নেই, এটি কবিতা নয়, গদ্য। দাঁড়ানো গদ্য
পাগল মাতাল অচেতন লোকেই শুধু বলতে পারে, "পানি খাওয়া হারাম"৷
কারণ পানি ছাড়া জীবন বাঁচেনা৷
পানিকে হারাম বলা মানে জীবনকেই অস্বীকার করা৷
পানি ছাড়া জীবনের অস্তিত্ব অকল্পনীয়৷
.
অজ্ঞ বোকা অসচেতন লোকেই শুধু বলতে পারে, "রাজনীতি করা হারাম"৷
কারণ রাজনীতি ছাড়া রাষ্ট্র বাঁচেনা৷
রাজনীতিকে হারাম বলা মানে রাষ্ট্রকেই অস্বীকার করা৷
রাজনীতি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব অকল্পনীয়৷
.
দেশের সবগুলো জলাশয় দুষিত হয়ে গেলেও
পানি পান আপনাকে করতেই হয়, জীবন বাঁচানোর তাগিদে৷
নদীনালা, খালবিল, পুকুর ডোবা সবখানে শুধু মরা আর মরা পঁচা গন্ধ? তবুও৷
এই পচা পানির কাছে যেতে আপনাকে হবেই, জীবনের মায়া যদি থেকে থাকে৷
সেই সাথে পরিবেশকে দুষণমুক্ত করার চেষ্টাটিও চালিয়ে যেতে হবে। আপনাকেই৷
.
দেশের সবগুলো দল/পক্ষ নোংরা হয়ে গেলেও
রাজনীতি আপনাকে করতেই হয়। রাষ্ট্র,দেশ বাঁচানোর তাগিদে৷
ডানবাম, মধ্যডানবাম,কট্টরডানবাম সবার ইতিহাসে যদি লাশ আর রক্তের গন্ধ, তবুও৷
এই নোংরা রাজনীতির কাছে যেতে আপনাকে হবেই, দেশের জন্য মায়া যদি থেকে থাকে৷
সেই সাথে রাজনীতিকে নোংরামিমুক্ত করার সাধনাটিও অব্যাহত রাখতে হবে। আপনাকেই৷
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩১
আখ্যাত বলেছেন:
এখন তুলনামূলক কম নোংরা ও কম দুর্গন্ধ পানির উৎস খুজে বের করাই কাজ।
২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: এটাই বাস্তবতা।
ভালো লাগলো।
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬
আখ্যাত বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: গত দুই মাস ধরে আমার এলাকায় পানি নোংরা এবং দুর্গন্ধ যুক্ত।