![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই খেজুরগাছটা আর এই আমগাছটা একই মাটির রস খেয়ে বাঁচে৷ কিন্তু এর ডালে রসালো আম ফলে, আর এর মাথায় থোকা থোকা মজাদার খেজুর ঝোলে৷ একই মাটির রস এর ডালে এসে হয় ''ম্যাঙ্গো জুস", আর ওই তেঁতুলগাছটার ডালে গিয়ে হয় গা শির শির টক৷! একই মাটির রস৷ অবাক ব্যাপার, তাইনা?
.
একই মাটির রস দুই হাত উঁচুতে উঠে হয়ে যায় চাল৷ একই মাটির রস প্রক্রিয়াকৃত হয়ে হয় আদা পিয়াজ আলু ডাল৷ একই মাটির রস আমাদের হাতে আসে আমলকি আমড়া আম হয়ে, জামরুল কতবেল জাম হয়ে, নারিকেল সুপারি তাল হয়ে, খেজুর ডুমুর বাদাম হয়ে, ঝিঙ্গা ফুলকপি কাঁঠাল হয়ে৷ কী অবাক ব্যাপার!!
.
আমরা প্রতিদিন যা খাই, তার আসল নাম "মাটির রস"৷ এই মাটির রসই ভেতরে এসে বদলে ফেলে নাম৷ এখানে এসেই হয়ে যায় রক্ত মাংশ ঘাম৷ মাটির রসের নাম হয় তখন মুত্র বীর্জ মল৷ মাতৃগর্ভে নিক্ষিপ্ত মানব বংশের শাশ্বত বাহন জলবিন্দু, সেতো মাটিরই রূপান্তরিত রস৷
.
মাতৃগর্ভে বপন করা মৃত্তিকারস ধীরে ধীরে বেড়ে হয় জমাট রক্ত, তারপর মাংশপিণ্ড৷ গড়ে ওঠে, বেড়ে ওঠে নির্ভুল সংখ্যক হাড়৷ হাড্ডিতে জড়ানো হয় গোশত৷ গোশতের উপর চামড়ার মনোরম আবরণ৷ কোন এক অদৃশ্য শক্তির যাদুস্পর্শে হঠাত করে জ্বলে ওঠে প্রাণপ্রদীপ৷
.
মাটির রসে গড়া দেহ নিয়ে আমরা নেমে আসি পৃথিবীতে৷ মাটির রসে গড়া মায়ের বুকে পেয়েযাই আশ্রয়৷ নানা রূপে রূপায়িত মাটি খেয়ে ধীরে ধীরে বড় হই৷ বড় হতে হতে একসময় আর হইনা৷ হঠাত একদিন ফুড়ুৎ করে উড়ে যাই, অনেক দূরে৷ আর মাটির রসে গড়া দেহখান শুয়ে পড়ে মাটিতে৷ ধীরে ধীরে মিশে যায় মাটিতে৷
২| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।
৩| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৩
হাবিব বলেছেন: মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ !
০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫
আখ্যাত বলেছেন:
মিনহা কলাকনা কুম
ওয়াফীহাা নুঈদু কুম
ওয়ামিনহা নুখিরিজু কুম
৪| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
একই মাটি থেকে ইট তৈরি হয়, আবার মনাুষও তৈরি হয়, অবাক কান্ড! মাটির তৈরি মানুষগুলো ইটের মতই বুদ্ধিমান, অবাক কান্ড!
০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৯
আখ্যাত বলেছেন:
একই বালু থেকে কংক্রিট তৈরি হয়, আবার কাঁচও তৈরি হয়, অবাক কান্ড!
বালুর তৈরি কাঁচগুলো কংক্রিটের মতই আঁঘাত সহিষ্ণু, অবাক কান্ড!
৫| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
মা.হাসান বলেছেন: কারো দেহ মাটির রসে গড়া, কারোর দেহ আবর্জনা দিয়ে গড়া , নিজের জন্মপরিচয় অস্বিকার করে।
৬| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৩
আখ্যাত বলেছেন: আপনাকে ধন্যবাদ
কিঞ্চিৎ ভিন্নমত,
দেহ কারোরই আবর্জনা দিয়ে গড়া নয়,
সবার দেহই মাটি দিয়ে গড়া
তবে আবর্জনা থাকতে পারে মগজে
এজন্য দরকার বেশি বেশি মগজধোলাই
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩
আরোগ্য বলেছেন: মাটির মাঝে শিক্ষা নিহিত আছে। পোস্টে ভালোলাগা।