নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

মাটি মাটি মাটি, অতপর মাটি

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪০



এই খেজুরগাছটা আর এই আমগাছটা একই মাটির রস খেয়ে বাঁচে৷ কিন্তু এর ডালে রসালো আম ফলে, আর এর মাথায় থোকা থোকা মজাদার খেজুর ঝোলে৷ একই মাটির রস এর ডালে এসে হয় ''ম্যাঙ্গো জুস", আর ওই তেঁতুলগাছটার ডালে গিয়ে হয় গা শির শির টক৷! একই মাটির রস৷ অবাক ব্যাপার, তাইনা?
.
একই মাটির রস দুই হাত উঁচুতে উঠে হয়ে যায় চাল৷ একই মাটির রস প্রক্রিয়াকৃত হয়ে হয় আদা পিয়াজ আলু ডাল৷ একই মাটির রস আমাদের হাতে আসে আমলকি আমড়া আম হয়ে, জামরুল কতবেল জাম হয়ে, নারিকেল সুপারি তাল হয়ে, খেজুর ডুমুর বাদাম হয়ে, ঝিঙ্গা ফুলকপি কাঁঠাল হয়ে৷ কী অবাক ব্যাপার!!
.
আমরা প্রতিদিন যা খাই, তার আসল নাম "মাটির রস"৷ এই মাটির রসই ভেতরে এসে বদলে ফেলে নাম৷ এখানে এসেই হয়ে যায় রক্ত মাংশ ঘাম৷ মাটির রসের নাম হয় তখন মুত্র বীর্জ মল৷ মাতৃগর্ভে নিক্ষিপ্ত মানব বংশের শাশ্বত বাহন জলবিন্দু, সেতো মাটিরই রূপান্তরিত রস৷
.
মাতৃগর্ভে বপন করা মৃত্তিকারস ধীরে ধীরে বেড়ে হয় জমাট রক্ত, তারপর মাংশপিণ্ড৷ গড়ে ওঠে, বেড়ে ওঠে নির্ভুল সংখ্যক হাড়৷ হাড্ডিতে জড়ানো হয় গোশত৷ গোশতের উপর চামড়ার মনোরম আবরণ৷ কোন এক অদৃশ্য শক্তির যাদুস্পর্শে হঠাত করে জ্বলে ওঠে প্রাণপ্রদীপ৷
.
মাটির রসে গড়া দেহ নিয়ে আমরা নেমে আসি পৃথিবীতে৷ মাটির রসে গড়া মায়ের বুকে পেয়েযাই আশ্রয়৷ নানা রূপে রূপায়িত মাটি খেয়ে ধীরে ধীরে বড় হই৷ বড় হতে হতে একসময় আর হইনা৷ হঠাত একদিন ফুড়ুৎ করে উড়ে যাই, অনেক দূরে৷ আর মাটির রসে গড়া দেহখান শুয়ে পড়ে মাটিতে৷ ধীরে ধীরে মিশে যায় মাটিতে৷

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩

আরোগ্য বলেছেন: মাটির মাঝে শিক্ষা নিহিত আছে। পোস্টে ভালোলাগা।

২| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।

৩| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৩

হাবিব বলেছেন: মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ !

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫

আখ্যাত বলেছেন:
মিনহা কলাকনা কুম
ওয়াফীহাা নুঈদু কুম
ওয়ামিনহা নুখিরিজু কুম

৪| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


একই মাটি থেকে ইট তৈরি হয়, আবার মনাুষও তৈরি হয়, অবাক কান্ড! মাটির তৈরি মানুষগুলো ইটের মতই বুদ্ধিমান, অবাক কান্ড!

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৯

আখ্যাত বলেছেন:
একই বালু থেকে কংক্রিট তৈরি হয়, আবার কাঁচও তৈরি হয়, অবাক কান্ড!
বালুর তৈরি কাঁচগুলো কংক্রিটের মতই আঁঘাত সহিষ্ণু, অবাক কান্ড!

৫| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

মা.হাসান বলেছেন: কারো দেহ মাটির রসে গড়া, কারোর দেহ আবর্জনা দিয়ে গড়া , নিজের জন্মপরিচয় অস্বিকার করে।

৬| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৩

আখ্যাত বলেছেন: আপনাকে ধন্যবাদ
কিঞ্চিৎ ভিন্নমত,
দেহ কারোরই আবর্জনা দিয়ে গড়া নয়,
সবার দেহই মাটি দিয়ে গড়া
তবে আবর্জনা থাকতে পারে মগজে
এজন্য দরকার বেশি বেশি মগজধোলাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.