নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

সাহসী লোকরাই শুধু বলতে পারে, “আমি সেকুলার”

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২



"হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্যসমূহ"
শীর্ষক একটি জ্ঞানগর্ভ লেকচার শোনার পর, মুসলিম হয়ে গেলেন ১জন বিশিষ্ট হিন্দু"৷ খবরটি শুনলেন৷ অথবা দৃশ্যটি দেখলেন৷ দেখলেন, হিন্দু লোকটি দর্শকসারি থেকে মঞ্চের দিকে এগিয়ে গেলেন, উঠলেন৷ নিরহঙ্কার আলোচক হাত বাড়িয়ে টেনে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। যেন বহুদি..ন আগে হারিয়ে যাওয়া ভাইটিকে ফিরে পেয়েছেন৷ প্রিয় নতুন ভাইটির হাতে প্রিয় এক উপহার তুলে দিলেন৷ "আজ আমার সারা জীবনের সেরা দিন" বলে মঞ্চ থেকে নেমে এলেন নবমুসলিম৷

প্রিয় পাঠক, এখন আপনর অনুভূতি কী?
. খুশি৷ আনন্দিত৷ আপ্লুত৷ আবেগের আতিশয্যে দুই চোখ ছলছল৷
. দুঃখিত৷ ক্ষুব্ধ৷ উত্তেজিত৷ আক্রোশের আতিশয্যে দুই চোখ জ্বলজ্বল৷
. কোন প্রতিক্রিয়া নেই৷ আনন্দিতও নই, দুঃখিতও নই৷
.
উত্তর ক হলে আপনি মুসলিম৷ ভালো মুসলিম৷
উত্তর খ হলে আপনি হিন্দু৷ একনিষ্ঠ হিন্দু৷
উত্তর গ হলে আপনি ধর্মনিরপেক্ষ৷ অ-পতিক্রিয়াশীল।

ঘোড়া কোনদিন ডিম পাড়ে? "ঘোড়াড্ডিম" বলতে যে কিছুই নেই, বক্তা শ্রোতা দু'জনেই জানে৷ তাহলে বলে কেন "ঘোড়াড্ডিম"? বলে প্রয়োজনে৷
নির্বোধ শিশুরাই(পাব্লিক) শুধু ঘোড়াড্ডিম বিশ্বাস করে৷ "ঘোড়াড্ডিম খাবো, ঘোড়াড্ডিম খাবো", বায়না ধরে কান্নাও জুড়ে দিতে পারে৷
.
"নির্দলীয় বিএনপি নেতা"
"কাঠাল দিয়ে বানানো আমসত্ত",
"দলনিরপেক্ষ খেলোয়াড়"

শুনলে মিস্টার বিনও হাসতে হাসতে কেঁদে ফেলবেন ৷ কোন দিন কোন ফুটবল খেলায় "দলনিরোপেক্ষ" খেলোয়াড় দেখেছেন? অবান্তর গাঁজাখুরি কথাবার্তা যত!
তবে নির্বোধ শিশুদেরকে "দলনিরপেক্ষ খেলোয়াড়" হিসেবে খেলায় নিতে হয়, ঘরের আঙ্গিনায় আয়োজিত ফুটবল খেলায়৷ ওদেরকে বলা হয়, "বল পায়ে আসলেই লাথি দিস, যেদিকে খুশি সেদিকে দিস৷ চর্ণ (পা) যার যার, ফুটবল সবার"৷
.
"ধর্মনিরপেক্ষ মুসলিম" একটি কৌতুকপূর্ণ কথা৷ একদম রং কথা, অবাস্তব অযৌক্তিক কথা৷ প্রতারক ভণ্ড লোকের কথা, নির্লজ্জ মিথ্যাবাদীর কথা৷ "আমি ধর্মনিরপেক্ষ মুসলিম", বলতে পারে শুধু ধোকাবাজ মিথ্যুক মানুষ, সুযোগসন্ধানী সুবিধাবাদী স্বার্থশিকারী মানুষ৷ মুসলিম সমাজের কাছে যা পাওয়ার থাকে, তা পাওয়ার লোভেই তারা বলে, "আমি মুসলিম"৷ মুসলিম হিসেবে মুসলিম সমাজকে যা দেওয়ার থাকে, তা দেওয়ার ভয়েই তারা বলে, "আমরা ধর্মনিরপেক্ষ"৷
.
"আমি হিন্দুও নই, মুসলিমও নই", সৈয়দ আশরাফ সাহেবের মুখের কথা৷ অত্যন্ত সত্য ও সাহসী কথা৷ সবার থাকেনা সত্য বলার সাহস৷ সাহসীদেরই শুধু বলার অধিকার আছে, "আমি ধর্মনিরপেক্ষ"৷
.
ঘোড়াড্ডিমের অস্তিত্বকে অস্বীকার করতেই হবে৷ আমসত্ত বানাতে চাইলে আম লাগবেই৷ "নির্দলীয়" হতে হলে যে কোন দলের সদস্য পদ থেকে সরে যেতে হবেই৷ "দলনিরপেক্ষ" হতে হলে খেলোয়াড়ি ছেড়ে দিয়ে মাঠের বাইরে চলে যেতে হবেই৷ "ধর্মনিরপেক্ষ" হতে হলে অহিন্দু অমুসলিম অবৌদ্ধ অখৃষ্টান হতে হবেই৷ এতে দোষেরও কিছু নেই, আমাদের মহান জীবনবিধানের (সংবিধান) চোখে৷


আমাদের দলে যোগ দিন

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধর্মপালন কিংবা কোনো ধর্মের অনুসারী হওয়া কি কাপুরুষতার পরিচয় বহন করে?

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৪

আখ্যাত বলেছেন:
মুসলিমরা সাহসী
সেকুলারাও সাহসী
“সেকুলার মুসলিম”রা কাপুরুষ

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি বলব, আস্তিকের চেয়ে নাস্তিকেরা ভালো।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮

আখ্যাত বলেছেন:
আস্তিকরা ভাল
সেকুলার(নাস্তিক)রাও সাহসী
কিন্তু “সেকুলারমুসলিম” বা “সেকুলারহিন্দু”রা প্রতারক

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

রায়হান চৌঃ বলেছেন: ভাইয়া "সূরা ফাতিহা" এর বাংলা তরজমা টা আপনি নিজার ভাষায় লিখুন, মানে বলতে চাচ্ছি আপনি "সূরা ফাতিহা" পড়ে কি বুঝতে পেরেছেন।

নোট: দয়া করে যদি মুসলিম হয়ে থাকেন তবে কোন রেফারেন্স না দেখে লিখবেন, তবে হাঁ... আপনার জন্য সরল বাংলা অর্থ দেখার জন্য না করছি না, এবং আপনার কাছ থেকে সরল বাংলা অর্থ ও আশা করছি না। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

সুপারডুপার বলেছেন: সাহসী লোকরাই শুধু বলতে পারে, “আমি সেকুলার” । আর রাজীব নুর সাহেবের বোন একজন সাহসী সেকুলার তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী হলে কি কি আবোল তাবোল করতেন, সেটাও তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক পেজে পরিষ্কার।

ধর্ম ত্যাগ ও গ্রহণ, মানুষ যে কোনো সুবিধা পাওয়ার জন্য করে থাকে। এটাতো ভালোই। যেমন : হিন্দু ধর্মের নিন্ম জাতের লোকেরা মুসলিম ধর্ম গ্রহণ করে একই কাতারে নামাজ পড়তে পারে। তেমনি ভাবে , রোহিঙ্গরা মুসলিম ধর্মের কাছে থেকে সুবিধা না করতে পারলে , খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সুবিধা করতে পারে। তসলিমা নাসরিনেরাও সেকুলার বিদেশী অনেক দাতা প্রতিষ্ঠান থেকে ফান্ড পেতে পারে।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


পড়ে সময় নষ্ট হলো

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৯

আখ্যাত বলেছেন:
জেনে খুব কষ্ট পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.