![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত এ শহরে
না ঘুমিয়ে খেলতে এসেছে
বুড়ো চাঁদ টা
সাথে জেগে আছে
কিছু লক্ষী প্যাঁচা
আর
আমার জন্য তোমার প্রতিক্ষা।
এই প্রতিক্ষায়, অপেক্ষায়
যখন তুমি ও ঘুমিয়ে যাবে
টুপ করে বুড়োটাকে পেড়ে এনে আকাশ থেকে
হুট করে এসে যাবো তোমার ঘুমের বারান্দায়।
তখনি বুঝবে কন্যা
পাগল কতো প্রকার হয়!!!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
দ্বৈত ঋত বলেছেন: ধন্যবাদ ইমরাজ ভাই।
শুভ কামনার জন্য কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ লাগলো কবিতাটা।
আপনার আইডিটা চমৎকার।
স্বাগতম ব্লগে, শুভকামনা ||