![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আকাশ কে বলে দিবো
কতো পূর্নিমা রাত শেষে
এক একলা দাঁড়কাক
ভোরে বৃষ্টি হয়ে ঝরেছিল,
আমি বাতাস কে বলে দিবো
কতো জল ফড়িং এর জলকেলীতে
ভোরের সে বৃষ্টি
মেঘ হয়ে চোখের গহীনে লুকিয়েছিল,
আমি তোমাকে বলে দিবো
কতো রঙধনু আকাশে সাজানোর পর
গহীনে লুকানো সে মেঘ
আবার বৃষ্টি হয়ে আমাদের ভিজিয়েছিলো।
প্রিয়,
শুভ বর্ষা।
©somewhere in net ltd.