![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিসফিস করে কানে কানে বলছিলাম
দাস্টাত দারাম।
ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছিলে
"মানে কি?"
তোমার ডান চোখে আমার বাম চোখ রেখে বলেছিলাম
ও আই নি।
তারা নাচিয়ে জিজ্ঞেস করেছিলে
"কি বলো?"
তোমার ঠোঁঠে গরম শ্বাস ফেলে বলেছিলাম
কিমি ও আই শিতেরো
আঙুল ঠঁঠে রেখে বলেছিলে
"কি বলছো তুমি?"
মাথায় টোকা দিয়ে, কপালে কপাল ছুঁয়ে বলেছিলাম
তে আমো।
চুল সরিয়ে, আভা ফুটিয়ে বলেছিলে
"বাংলায় বলো, কি বলো কিছুই বুঝি না।"
হাতে হাত রেখে
আঙ্গুল নিয়ে খেলতে খেলতে বলেছিলাম
আমি তোমায় ভালোবাসি।
মুচকি হাসিতে বলেছিলে
"তাই?"
..................
সেই থেকে
ভালোবাসা দু'টি মনের।
©somewhere in net ltd.