নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

মানুষ থেকে শকুন হচ্ছি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

আমরা দিন কে দিন মানুষ থেকে শকুন হচ্ছি।

উৎসাহ উদ্দিপনায় মানুষ মানুষ কে মারছে

পিটিয়ে মারছে

কুপিয়ে মারছে

পুড়িয়ে মারছে।

আর আমরা নির্বিকার

যেনো কিছু ই হয়নি।

আমরা টিভিতে বরাহ দেখি

বিবৃতি দেয়,

মানুষ মারার প্ল্যান

থুক্কু

অবরোধ সফল হয়েছে।

খবর আসে,

ম্যাডাম বলেছে, কিপ গোয়িং

আপা বলেছে, ব্রিং ইট অন বেবি।

খবরে কেউ তালি দেয়

কেউ বা গালি,

আর আমরা শুধু রিমোট টিপি,

সিনেমা দেখি

টক শোও দেখি।

রাতে খাবারের পাতে

মানুষ পোড়া কাবাব খেতে খেতে

সাদা চামড়ার ভিনদেশী নায়কের মৃত্যুতে ডুঁকরে উঠি,

কোন নায়িকার লেহেঙ্গার কতো দাম

তা নিয়ে ঝগড়া করি,

প্রেমালাপ করি,

ফস্টি নস্টি করি

আর মানুষ পোড়া কাবাবের স্বপ্নে ঘুমিয়ে পড়ি।

আমরা আসলেই দিন কে দিন

মানুষ থেকে শকুন হচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.