![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিশে আছি
ভীড়ে দাঁড়িয়ে, বাসে,
মিশে আছি
জনারণ্যে, হাজার অনুভূতির দেয়ালে,
মিশে আছি
নদীর জলে, তরঙ্গের দোলাতে,
মিশে আছি
চায়ের কাপে, প্রেমিকার চুমুকের স্পর্শে,
মিশে আছি
কাকের ডাকে, ভোরের সাদা মেঘে,
মিশে আছি
কলমের কালিতে, কবিতার যতি চিহ্নে,
মিশে আছি
আকাশে, রাত আর দিনের সৌম্যে,
মিশে আছি
তোমার চোখে, কাজল কিংবা কান্নাতে।
©somewhere in net ltd.