![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইটি মুনিয়া পাখি নীচু স্বরে ডাকবে,
বিকেলের হালকা রোদ থাকবে
সাদা কালো মেঘের মাঝে
যেনো এই বৃস্টি হলো বলে,
এরই মাঝে
আমার সামনে তুমি
তোমার সামনে আমি
মুখোমুখি,
চশমাটা খুলে
ধীরে চোখ তুলে
তোমায় বলবো,
"সুকন্যা,
আমি ছয়শ মাইল হেঁটে এসেছি
তোমার হাতে হাত রেখে হাঁটবো বলে।"
উত্তরে তুমি "পাগল" বলে
বাড়িয়ে দিবে হাত
আর হাতে হাত রেখে
আমরা হেঁটে যাবো
হাজার হাজার মাইল।
নাহ্,
এই কল্পনা সত্য না
গল্প, উপন্যাস, কবিতা
এইগুলো কখনো সত্য হয় না।
সত্য হয়ে থাকে,
সব প্রেমিকার বিয়ে হয়ে যায়
সব প্রেমিক উদাস থেকে যায়।
©somewhere in net ltd.