![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলেন্ট কিংবা জিনিয়াস
কোনোটাই আমি না
আমি ভালো ধরনের সাধারণ।
তাই
আমি জানি না, বুঝি ও না
তোমার ফিলোসোফিকাল বা মেটাফোর
চলন বলনের অর্থ।
আমি যা জানি তা হলো
স্টেথো গলায় ঝুলিয়ে
তুমি যখন হেঁটে আসবে
তোমার দিকে তাকিয়ে থাকবো, আমি
এক হৃদরোগী।
©somewhere in net ltd.