"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"
তুমি ঈগল হওপাখা মেলেআকাশের রাজা হয়ে উড়ো,সত্যি এক ফোঁটা ও হিংসা করবো না আমি বরং দাঁড়কাক হবো,মিশমিশে কালো অন্ধকারের জোছনায় বেহালা বাজানোকালো দাঁড়কাক।
full version
©somewhere in net ltd.