![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদিতা শোনো,
তোমার জন্য কবিতা লিখতে বলেছো তো
আমি বাকবাকুম করে বলেছি
অবশ্যই লিখবো
কিন্তু যেই তুমি আড়াল হলে
মনে পড়লো আমি তো কবি নই যে কবিতা লিখবো।
কবি বন্ধুদের থেকে কবিতা
লিখিয়ে আনতে পারতাম
মন সায় দিলো না,
পত্রিকা থেকে উঠতি কোনো
কবি র কবিতা মেরে দিতে পারতাম
তাও মন সায় দিলো না,
যতো জন কবি র নাম জানি
সবার কবিতা মিশিয়ে
কিছু একটা লিখে দিতে পারতাম
এবারো মন সায় দিলো না।
মন খারাপে ঘুমিয়ে গেলে
স্বপ্নে কবিতা এসেছিলো
বললো কবিতারে লিখতে হলে
প্রেমিক হতে হয়।
ব্যাস, ঘুম ভেঙ্গে গেলো
আর সোজা এক দৌড়ে
ছুটে এলাম তোমার কাছে।
ভালো করেছি না ??
©somewhere in net ltd.