নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

কন্যা ও অন্যান্য ০.২৩

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সাদা জোছনার চাঁদ হয়নি, হবে একটু পর

তা দেখিয়ে আমায় বললে

" কুহক, দেখো কি সুন্দর চাঁদ !"

মুখ বাঁকিয়ে বলেছি

" সুন্দর না ছাই, জন্ডিসে মারা যাচ্ছে,

কি বিচ্ছিরি হলুদ চাঁদ। "

প্রতিবাদ না করে এক প্রজাপতি দেখিয়ে বলেছো

" কুহক দেখো দেখো কি সুন্দর প্রজাপতি।"

আমি দেখলাম ও না

শুধু বলেছি " পোকা আবার সুন্দর হয় নাকি?"

সুর না পাল্টিয়ে ফুলের দোকানের ফুল দেখে বললে

" কুহক দেখো কি সুন্দর ফুল।"

একবার দেখেই চোখ ফিরিয়ে বলেছি

" টিকবে না ঝরে যাবে

আর টিকলেও প্রিজারবিটিভ দেয়া।"

ঠিক তখনি মাহেন্দ্রক্ষণ

গাল ফুলিয়ে, চোখ রাঙ্গিয়ে বললে

" সমস্যা কি তোমার, যাই সুন্দর বলি

তাতেই তোমার খুঁত ধরা লাগে?"

চোখে চোখ রেখে খুব আস্তে বলেছি

" কিন্নরী, যখন তোমার সাথে থাকি

আমি শুধু একটাই সুন্দর দেখি,

সেটা আমার পাশে থাকা তুমি।"

সেই যে লাজে লাল হলে

তাতেই হৃদয় বিসর্জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.