![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১~
ইচ্ছে হয় ভালোবাসা জাগিয়ে
একটু অন্যায় করি
যদি লজ্জাবতী ঐ চোখ
অনুমতি দেয় এ নাদানেরে।
২~
চোখ তো মজেছে
তোমার চোখের বৃষ্টিতে
তাই চোখ পড়ে না আর
বান ডাকা জোছনা রাতে।
৩~
বৃষ্টি
ঝরো ধীরে
কন্যা আসার আগে,
আসলে
আকাশ ভেঙ্গে নাচো
যাতে যেতে না পারে সে,
বজ্র বিদ্যুৎএ সাজো
যেনো ভয়ে কন্যা
জড়িয়ে ধরে আমায়।
এরপর অনন্তকাল ধরে
এভাবেই ঝরতে থাকো।
৪~
বলি নাই
নাই আর কেহ তোমার থেকে সুন্দরী
বলেছি
হৃদয় অবুঝ হয়ে পাগল হয়েছে
তোমারি ঢঙে।
৫~
এ নাদানের ভালোবাসা দেখে
তোমার রাগ জাগে,
তোমার রাগে
আমার ভালোবাসা বাড়ে।
৬~
তোমার ঝলকে মগ্ন
এটাই অপরাধ,
ঠিক আছে
দাঁড়াও দেখি আয়নার সামনে
জানবে তারপর
কেনো আমি অপরাধী।
©somewhere in net ltd.