![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়
চিঠি লিখিস হৃদয় দিয়ে
মনে রাখিস কালির দাগে।
প্রিয়
ভালো থাকিস সকাল রাতে
ডাক দিস বৃষ্টি হয়ে।
প্রিয়
মিশে থাকিস পূর্ণিমাতে
ছুঁয়ে যাস চুপটি করে।
প্রিয়
তোর জন্য এই সব ই লিখছি
প্রজাপতির ডানায় গন্ধরাজের কল্পনাতে।
©somewhere in net ltd.