![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা
এসো তোমায় গল্প শোনাই।
রূপকথার।
গল্পে তুমি রাজকন্যা
আর আমি, ধরো, এক বেকার বালক।
গল্পের শুরুতে হবে
তোমার আমার পরিচয়,
এরপর কোনো এক বর্ষায়
বা তোমার পছন্দের জোছনা রাতে বাঁজবে প্রণয়ের সানাই,
এভাবে গন্ধরাজের ঘ্রাণে
জোনাকির নীল আলোয়
প্রজাপতির ডানায় কেটে যাবে অনেকদিন।
হঠাৎ গল্পের মাঝে
তোমার আমার মাঝে দাঁড়াবে
মস্ত বড় এক রাক্ষস
মু হা হা হা হা হা হাসিতে
মুছে দিতে চাইবে আমায় তোমার মন হতে,
রাক্ষস আমায় ছুঁড়ে ফেলে দিবে
সাত সমুদ্র আর তেরো নদীর ওপারে।
অমন ভাবে চোখ বড় করো না
গল্পের শেষ হয় নি।
এখন ই হবে গল্পের মজা।
কোনো এক মেঘ
আমায় শেখাবে
কি করে রাক্ষস মারতে হয়,
মেঘ বৃষ্টি করে আমায় ফেরৎ নিয়ে আসবে
এরপর ই হবে ভীষণ যুদ্ধ,
আমি আহত হতে হতে পড়ে যাবো
কিন্তু শেষ পর্যন্ত রাক্ষস কে মেরে
আমি ই জিতবো।
কোনো আবেগ ঘন কথা বলে তোমায় নিয়ে
বেঙ্গম পাখির পিঠে চড়ে
নীল আকাশে রঙ ধনু ছড়াবো।
আর শেষে,
" তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো"
সুন্দর না গল্প টা?
- তোমার চাকরী টা কি হলো???
কন্যা
এসো তোমায় আর ও একটি গল্প শোনাই........
©somewhere in net ltd.