নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩



......................



বাজারে সস্তা কিছুর নাম বলো তো?

- ভালোবাসা।

অ্যাঁ, তাহলে দামী কোনটা?

- ভালো বাসা।

তা যাচ্ছে কেমন দিন কাল?

- যা তা।

কি করে হলো তা?

- যাঁতার ঘায়ে ছ্যাড়াব্যাড়া।

চাকরী বাকরি?

- বকরী।

বুঝি নাই।

- চাকরীর খোঁজে বকরী।

তা বাসার খবর কি?

- বাড়িওয়ালা জানে।

না মানে তোমার মা বাবা ....?

- উপরওয়ালা জানে।

তা কি করা হয় এখন?

- ভ্যাগাবন্ড জিরো জিরো সেভেন।

আচ্ছা, আচ্ছা, তো বিয়ে শাদী কবে?

- কাল কেই।

অ্যাঁ কে সে ??

- বেদের মেয়ে জোছনা।

কি বলো!

- সিনেমার নাম।

আচ্ছা বাদ দাও, চা খাবে?

- টা ও লাগবে।

টা কি?

- সিগ্রেট।

ভালো না, এ সব খাওয়া বাদ দাও।

- কি আর আছে জীবনে।





......................



কি হে, কি অবস্থা?

- বস্তা।

কিই ?!?!

- ৪০ সেরের বস্তা বস্থা।

কি বলো এই সব?

- বেকারের দুরাবস্থা।

শরীর খারাপ?

- মন সহ।

কি করে?

- জবের জন্য যব খেতে খেতে।

তো জব হয় না কেন?

- মায়ের ভাই নাই।

ব্যবসা করো।

- বাবার টাকা নাই।

আমি ইনভেস্ট করবো।

- বুদ্ধি নাই।

তো এখন করবে টা কি?

- রাজনীতি।

মামা নাই, টাকা নাই, বুদ্ধি ও নাই

করবে কেমনে রাজনীতি?

- নীতি ও যে নাই।





...........................



হাসছিলো যে মেয়েটি, চিনিস?

- হ্যাঁ

কে?

- বান্ধবী।

তুই চিনিস আর আমি চিনি না কেনো?

- কারণ তুমি মানুষ, চিনি না।

মানে পরিচিতা না কেনো?

- পরী চিতা হয় না।

ফাজলামি করিস না। নাম কি তোর বান্ধবীর?

- অশ্রু।

অশ্রুর মুখে হাসি

- মেঘের ডাক নাম যেমন বৃষ্টি।

দেখতে তো বেশ সুন্দরী....

- প্রেমজাগানিয়া।

বিয়ে করবি?

- না, মেয়ে আসামী।

হায় হায়, কি বলিস! কি করেছে?

ড্রাগস, খুন, অপহরণ না অন্য কিছু?

- কিছুই না, সে বেড়াতে এসেছে।

আসামী বললি যে?

- সব আসামী কন্যা দোষী হয় না

অনেক আসামী কন্যা আসাম প্রদেশের ও হয়।

ও আচ্ছা।

- চলো বেড়াতে যাই।

কোথায়? আসাম??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.