![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিএসএলআর ক্যামেরা যেদিন কিনলাম
হেসে হেসে বলেছি
সবাই কিনছে, শখ ও আছে,
মাইনের বোনাস ও পেয়েছি
তাই নিয়ে নিলাম।
আসলে তো তা নয়,
কোনো এক বিকেলে
নীল শাড়িতে তুমি আসবে,
আমি বসা থেকে দাঁড়িয়ে যাবো,
তোমায় বসিয়ে আমি মাস্টারপিস এক ছবি তুলবো,
এরপর তোমায় দেখালে বলবে
এ কে? এতো আমি না !
একটু লজ্জায় লাল হয়ে, আমি তো এতো সুন্দর না !
আমি স্মিত হেসে বলবো, এটা তুমিই নীলা।
কিন্তু
তা হয় না।
তাই
তোমার-আমার বন্ধুর বিয়েতে
আমি লুকিয়ে তোমার ছবি তুলি।
তুমি দেখো কিন্তু কিছু বলো না,
তুমি বোঝো কিন্তু অনামিকা বাড়াও না।
কেউ কি কখনো বুঝেছে
কোনো কোনো ডিএসএলআরের জড় মনে
কতো আশা ছবি হয়ে থাকে??
©somewhere in net ltd.