নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

কন্যা ও অন্যান্য ০.২৯

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ডিএসএলআর ক্যামেরা যেদিন কিনলাম

হেসে হেসে বলেছি

সবাই কিনছে, শখ ও আছে,

মাইনের বোনাস ও পেয়েছি

তাই নিয়ে নিলাম।

আসলে তো তা নয়,

কোনো এক বিকেলে

নীল শাড়িতে তুমি আসবে,

আমি বসা থেকে দাঁড়িয়ে যাবো,

তোমায় বসিয়ে আমি মাস্টারপিস এক ছবি তুলবো,

এরপর তোমায় দেখালে বলবে

এ কে? এতো আমি না !

একটু লজ্জায় লাল হয়ে, আমি তো এতো সুন্দর না !

আমি স্মিত হেসে বলবো, এটা তুমিই নীলা।

কিন্তু

তা হয় না।

তাই

তোমার-আমার বন্ধুর বিয়েতে

আমি লুকিয়ে তোমার ছবি তুলি।

তুমি দেখো কিন্তু কিছু বলো না,

তুমি বোঝো কিন্তু অনামিকা বাড়াও না।

কেউ কি কখনো বুঝেছে

কোনো কোনো ডিএসএলআরের জড় মনে

কতো আশা ছবি হয়ে থাকে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.