নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা আধুনিক প্রেমিক প্রেমিকা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আধুনিক প্রেমিকেরা

তোমাদের প্রেমে এত হিংসা কেনো?

প্রেমিকার ফোনে কল করে ওয়েটিং দেখলেই

তোমাদের পুরুষত্ব জেগে উঠে

তারপর

জেরার পর জেরায় হিংসার ঝড় বহে।

আধুনিক প্রেমিকারা

তোমাদের প্রেমে এত সন্দেহ কেনো?

প্রেমিক রে বান্ধবীর সাথে রিকশায় দেখলেই

তোমাদের কুটিলতা জেগে উঠে

এরপর

প্রশ্নের পর প্রশ্নে

সন্দেহের তীর ছুটে।

আধুনিক প্রেমিক প্রেমিকা রা

তোমাদের রিলেশন এত ওপেন কেনো?

একজন গেলে দিন ফুরাবার আগেই

আরেকজনের কোলে কিংবা বুকে মাথা রাখো অনায়াসে।

আমার দিকে ওভাবে তাকিয়ো না।

আমরা প্রাগ ঐতিহাসিক প্রেমিক প্রেমিকা।

সময় আমাদের বানিয়েছে কিংবদন্তী!

কি করে?

শুধু প্রেমিকার চোখ দেখবো বলে

ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতাম,

শুধু প্রেমিকারে ৮ সেকেন্ড দেখবো বলে

৩ ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতাম,

শুধু প্রেমিকারে চুড়ি পড়াবো বলে

গ্যাস্ট্রিক আলসার রোগ বাঁধালাম।

আরো শোনো

শুধু প্রেমিক রে খুশি করবো বলে

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে গান শোনাতাম,

শুধু প্রেমিকের সাথে হাঁটবো বলে

বর্ষা দিনে ছাতা হারাতাম,

শুধু প্রেমিকেরে দেখাবো বলে

নীল শাড়িতে অপরূপা সাজতাম!

শোনো

আমরাই প্রাগ ঐতিহাসিক প্রেমিক প্রেমিকা

যারা নামাতাম জোছনা

অমবস্যার অমনিশায়।

তোমরা আধুনিকেরা এসব কোনোদিন করোনি,

আধুনিকেরা তোমরা এমন কেনো?

আধুনিকেরা তোমরা এত রোবট কেনো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.