![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা,
ফটোশপে এডিট করা
ফর্সা চেহারায় রক্তিম আভায় ফুটে থাকা
গোলাপের মতো কালো তিল দেখে না
বরং
সামনা সামনি
তোমার শ্যামলা মুখে লাজুক হাসির কোমলতায়
সদ্য বৃষ্টিস্নাত কদমের যে ছোঁয়া আমি পেয়েছিলাম
তাতেই আমার সর্বনাশ যা হবার হয়েছিলো!
প্রেমে পড়া সর্বনাশের ই আরেক নাম !!!!!
©somewhere in net ltd.