![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘবালিকারে ছেড়ে
আচমকা ঝড়ো বাতাসে উড়ে যাওয়া ওড়না
ছেলেবেলায় হারিয়ে যাওয়া
রংধনুর লজ্জাবতী রঙ।
ওড়নার জন্য বাড়ানো হাতে
নীল জোনাকি পোকা লিখে দেয়
এইতো আসছে বর্ষা।
মেঘবালিকার মদিরাময় ঠোঁঠে
মাতাল করা লাজুক হাসি।
সে হাসি কিউপিড হয়,
এরপর
কিউপিড তীর ছুঁড়ে
সে তীর বিঁধে
সুন্দরী এক চড়ুই পাখির চোখে
আর তাতেই সে প্রেমে পড়ে
দেয়ালে দাঁড়ানো এক দাঁড়কাকের।
দাঁড়কাকের পালকে অপেক্ষা
আর এক পাগলী রে গান শোনাবে বলে
লুকিয়ে রাখা ভাঙ্গা বেহালা।
©somewhere in net ltd.