![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল রঙ নীল রঙ প্রজাপতি
নীল রঙ নীল রঙ চোখে
নীল রঙ নীল রঙ জোনাক জ্বলে
নীল রঙ নীল রঙ কেশদামে
নীল রঙ নীল রঙ নূপুর ও পায়
নীল রঙ নীল রঙ বাজে
নীল রঙ নীল রঙ প্রণয় সাজে
নীল রঙ নীল রঙ আকাশে
নীল রঙ নীল রঙ বৃস্টি ঝরে
নীল রঙ নীল রঙ মেঘ ছেড়ে
নীল রঙ নীল রঙ রক্ত বহে
নীল রঙ নীল রঙ হৃদে
নীল রঙ নীল রঙ গন্ধরাজ ফুটে
নীল রঙ নীল রঙ স্বপ্নে।
©somewhere in net ltd.