![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা,
তোমার দীঘল চুলের প্রবাহে
খড়কুটোর মতো ভাসবো
ঐ প্রেমিক আমি নই।
বাম গালের তিলের ঝলকানিতে
অজানা অনুভূতিতে করবো পাগলামী
ঐ প্রেমিক আমি নই।
উত্তপ্ত ঠোঁঠের স্পর্শে
গলে বাষ্প হয়ে উড়বো
ঐ প্রেমিক আমি নই।
কোমল হাতের গৃহে
গৃহবন্দী হয়ে থাকবো
ঐ প্রেমিক আমি নই।
তোমার নাভী রূপে জ্বলে পুড়ে
নাভী গর্তে পড়ে থাকবো
ঐ প্রেমিক আমি নই।
আমি পড়ে থাকবো
নুপূর পড়ানোর ছলে
চুম্বন আঁকার সময় গুণে
তোমার পেলব পায়ের কাছে
যে পা হেঁটে এসেছে
সমুদ্রের ঢেউ ভেঙ্গে
মেঘ ছুঁয়ে
অধমের হৃদ অরণ্যে।
এসো কন্যা
পা রাখো উরুতে।
©somewhere in net ltd.