![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন ভাবিনি তোমায়।
হয়তো এক কোটি বছর বা আরো বেশী।
যদি মরে না যাও
জানি ভালো আছো।
থাকতেই হবে,
আবদার করেছিলে উড়বে
মেঘ ধরে তোমার পাখা বানিয়েছিলাম
আর উড়ার জন্য তো
আমার আকাশ টাই তোমাকে লিখে দিয়েছিলাম।
উড়তে বুঝি ভারি মজা,
উড়লে তো উপরে, আর এলেই না।
না এলে, তাতে হয়েছে কি?
কিছুই না।
বৃষ্টিতে হাঁটতে তো আর ভুলি নাই।
আজ আমি অনেকের আকাশে তারা হতে হতে জোনাকি হয়েছি,
সেই মজা।
জেনো
আমি ভালো আছি
তাই সময়ে মিলে নাই তোমায় ভাবতে।
হয়তো ডেকেছিলে
শোনা হয় নাই।
তোমার মতো আমি ও তো মানুষ
তাই আমি ও স্বার্থপর হতে জানি।
©somewhere in net ltd.