![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ঠিক আমার মতো।
কবিতা যেমন সবাই পড়ে
কেউ অনুভব করে আর বাকিরা আবৃতি
আমাকে ও তেমন গুটিকয়েক বুঝে
আর বাকিরা পাশে হাঁটতে বলে।
কবিতায় যেমন আনন্দ ঝর্না থাকে
সাজানো গোছানো লাইনে
আমার ও আনন্দগুলো
ঐ ভাবে ভেসে আছে মেঘের বুকে,
কবিতায় যেমন দুঃখ থাকে
কান্না লুকিয়ে শব্দের মাঝে
আমার ও দুঃখ মিশে আছে
চোখের জলে হৃদ এ লুকিয়ে।
কবিতা ঠিক আমার মতো, যেনো
ভোরে শিশির হয়ে উঠা
ভরদুপুরে ক্লান্ত শরীর
সন্ধায় রাস্তার ধারে বসে চা
রাতে জানালার ফাঁক গলে তারা গোনা।
কবিতা ঠিক আমার মতো, যেনো
ভুল করে ভুলে যাওয়া
না লেখা এক কবিতা।
©somewhere in net ltd.