নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

কন্যা ও অন্যান্য ০.৩৬

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

মাকড়সা দেখে চিৎকার দিয়ে

ডাকতি তুই কারে?

পূর্ণিমার জোছনায় চাঁদের বুকে

দেখতি তুই কারে?

সাগরের জলে পা ভিজিয়ে

করতি মনে তুই কারে?

সুখের দুখে পাগলী হয়ে

করতি ফোন তুই কারে?

আসতি ছুটে কার কাছে তুই

নাওয়া খওয়া ছেড়ে?

বৃষ্টি হলে হাত ধরে কার

হাঁটতি নগর জুড়ে?

গাল ফুলিয়ে ঠোঁঠ বাঁকিয়ে

দেখাতি অভিমান কারে?

ভূতের ভয়ে, বাজ পড়লে

লুকাতি মুখ কার বুকে?

ন্যাকামি করে আদুরে গলায়

উঠতি তুই কার কোলে?

আবদার করে চুড়ির কথা

বলতি তুই কার কানে?

সব প্রশ্নের উত্তর ই যদি হই আমি

বল তাহলে

আমায় ছেড়ে চাঁদের কনা তুই

থাকিস কি করে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.