নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

গল্প

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

এটা গল্প হতে পারতো,

জোছনা রাতের দখিন বাতাসে

ছড়ানো তোমার

দীঘল কালো কেশ আর লাল শাড়ীর আঁচল,

কাঁধে মাথা রেখে

দু'হাত দিয়ে বাহু জড়িয়ে

দোলনায় বসে নিচু গলায়

সাদা কালো বাংলা সিনেমার গান।

সামনের টেবিলে রাখা ফ্লাক্স ভর্তি চা

আর বন্ধ করে রাখা মুঠোফোন,

পরদিন হবে শুক্রবার

থাকবেনা কোনো কাজ

তাই সারারাত হবে

গানের, কবিতার, ভালোবাসার।

চোখের চাহনিতে মুগ্ধ করে

কিছু বুঝতে না দিয়ে

তোমার অপাঙ্গে, গালে কিংবা ওষ্ঠে

চকিত চুম্বন

সাথে

লাজে রাঙ্গা মুখের

ক্লোজ আপ ফটোগ্রাফি।

আফসোস

কাল শুক্রবার না

তাই এই হতে পারতো গল্প টা হলোনা।

ব্যাপার না,

না হওয়া গল্পের অনুভূতি তো আর মিথ্যা না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.