নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

তুমি যা ভাবছো আমি তা না

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

আজ থেকে আমার কথা

তোমার না ভাবলে ও চলবে

জানালার ফাঁক গলে রাতের তারা

না গুণলে ও রাত কাটবে।

আজ হয়তো তুমি অন্য কারো

গল্প কবিতার রানী

ভুলে গেলে ও যেতে পারো

গতকাল ছিলে তুমি মোর সহেলী,

ভয়ে যদি কভু যাও তুমি কুঁকড়ে

পাবে না মোর দুটি হাত

কানের পাশে ফিসফিসিয়ে

কেউ দিবে না তোমার ভয় কে অভিশাপ।

ভুলে ও তুমি কক্ষনো ভেবো না

হয়ে যাবো আমি দেবদাস

মদ গাঁজা কখনো ধরিনি আমি

ভেঙ্গে পড়ে ছাড়ি না দীর্ঘশ্বাস।

স্বপ্ন দেখা শিখেছো তুমি আমার স্বপ্ন রঙে

ভেবো না আমি দুঃসপ্নে আটকে থাকবো পড়ে।

নই এত সস্তা কিংবা ফেলনা

নই কারো হাতের খেলনা

যা খুশি তাই করতে পারো মনে

শুধু তুমি যা ভাবছো আমি তা না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.