![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়িয়ে দাও আজ হাত খানা
মাখাবো আদরে সাদা জোছনা,
সত্যি বলছি লক্ষ্মী সোনা
দুষ্টুমি করে আর আঙ্গুল মটকাবোনা।
পড়াবো হাতে নীল জোনাকি চুড়ি
সত্যি বলছি চাঁদের কণা
ফাজলামি করে আর দিবোনা সুড়সুড়ি।
আঙ্গুলে পড়াবো নীলকান্তমণি
সত্যি বলছি লীলাবতি
রাগাবোনা তোমায় তিন সত্যি।
.........................
আর তারপর
হাত ধরে তোমার
হেঁটে যাবো আমরা
শেষ না হওয়া এক বেলাভূমি।
©somewhere in net ltd.