![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব শালারা
কথা শুরু করার আগেই
দু'লাইন বেশী বুঝে,
আর আমরা ভুল ধরিয়ে দিলে
শালারা সব দাঁত কেলিয়ে হাসে।
সব শালারা
শার্ট ইন করে চলে
হাতঘড়ি, চুল পরিপাটি,
হঠাৎ আমরা বাবু সাজলে
শালারা সব পাগলা ডাক ছাড়ে।
সব শালারা
পার্কে রিকশায় প্রেমে করে
ভাগ্য গুনে আমরা প্রেমিক হলে
শালারা সব সাধু সাজে।
সব শালারা
কাঁধে হাত দিয়ে অন্তরের বিষ ঢালে,
আমরা মুখের সামনে বলে উঠলে
শালারা সব বেঈমান নামে চিনে।
সব শালারা
মনের সুখে ড্রিং করে,
আমরা উদাস মনে সিগ্রেট টানলে
শালারা সব খোরে আজম বলে।
সব শালারা
নিজ গর্বে গর্ভবতী,
আর আমরা সার্থকতা পেলে
শালারা সব বন্ধ্যা বিপ্লবী।
সব শালারা
কারণে লাফায়
অকারণে ফালায়।
তারপরেও
শালাদের মাফ করে দিতে হয়
শত হলেও আমরা শালাদের ই দুলাভাই।
©somewhere in net ltd.