![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবতী নন্দিনী
তোমায় সত্যি ভালোবাসি,
তাইতো সরল মন বেচে
একটাই ফ্রেম কিনেছি
যাতে বাঁধাবো
রঙ্গিন এক ছবি।
মাথা তোমার আমার কাঁধে
মুখে মুচকি হাসি
কিংবা
আমার হাতে ছাতা
তোমার পাশে হাঁটা
বৃষ্টি ভেজা বিকেলেতে
পায়ে নূপুর পড়া।
মায়াবতী নন্দিনী
তোমায় সত্যি ভালোবাসি
এই সত্যি মোহ নয়
এই সত্যি
জোছনা রাত্রি।
©somewhere in net ltd.