![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্নার রঙ কী?
জানো না। ঐ যে ওখানে , বেঞ্চে
এক ভদ্রমহিলা বসে আছেন শুন্য চোখে
উনাকে দেখো।
সদ্য জন্মানো বাচ্চা মারা গিয়েছে
মাত্র একবার ই কেঁদে উঠে।
নয়মাসের আনন্দ মরে গেলো,
অনন্ত ভালোবাসার আগে।
দেখো, উনাকে দেখো,
তুমি ও জানবে কান্নার রঙ কী।
©somewhere in net ltd.