নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

কবি এমনি হয়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

কবি এমনি হয়

তোমায় এমন ভালোবাসা দেখাবে

তুমি প্রেমে পাগলী হয়ে যাবে

হঠাৎ তোমার দেয়া দুঃখে

কবি, তোমায় শূন্য করে চলে যাবে,

কবি এমনি হয়

তোমার অনুভূতি নিয়ে খেলবে

তোমার মনের কথা লিখবে

তোমার হয়ে তোমার প্রেমিকারে কবিতা বানাবে

তারপর হঠাৎ নাই হয়ে যাবে,

কবি এমনি হয়

রাত জেগে, মাথার চুল টেনে

কাগজ ছিড়ে, কলম ভেঙ্গে

দু লাইন লিখবে

আর পরদিন সকালে তা ভুলেই যাবে,

কবি এমনি হয়

মন খুলে ভালোবাসবে

ইন্দ্রাণী, তিথি, বীথি, মালতী, যুঁথি, কামিনী, উর্মি রে

আর হাত ধরে হেঁটে যাবে বৃষ্টির ,

কবি এমনি হয়

হেসে উড়িয়ে দিবে নিজের দুঃখ

বুক ভরিয়ে নীল হয়ে যাবে তোমার কষ্টে

আর হেঁটে ছড়িয়ে দিবে জলের স্পর্শ,

কবি এমনি হয়

রুক্ষ, কোমল, ভদ্র, বেয়াদব,

ফালতু, বন্ধু, প্রেমিক, অসহ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.