![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভবে অনন্যায় যখন আসমান ফেড়ে
নেমে আসে বৃষ্টি,
আঁধার হয়ে থাকা হৃদয় কম্পিত হয়
বিদ্যুৎ ঝলকে - ভয়ে,
এক পরশ সব মুছে নিয়ে যায়।
কোন এক পূর্ণিমার
পুরনো সেই চাঁদের পুরনো রূপকথা
খড়কুটোর মতো ভেসে চলে যায় বৃষ্টি প্লাবনে
আর,
সেই খড়কুটোর উপর নতুন বসত গড়ে চাঁদের বুড়ি।
বুড়ি,
তুই চাঁদের দেশে আবার কবে যাবি?
কোন এক পূর্ণিমায় এক প্রিয় মানুষের কোলে মাথা রেখে
আবার তোর গল্প শুনব যে।
প্রত্যেক সন্ধ্যায় তোকে দেখে হাত নাড়াবো
আর
উত্তাল জোছনায় তোর চরকায় বানানো জামা পরে
হাসতে হাসতে খুন হয়ে যাবো
প্রিয় মানুষের কোলের উপর।
আর তা দেখে বুড়ি
তুই হাসবি আর হাসবি
হেসে হেসে বলবি
' ওরে আমার সোনা মানিক রে। '
©somewhere in net ltd.