নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আজো বাংলাদেশ হয়ে আছে !!!

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬

বাংলাদেশের শুরু হয়েছিল বাংলা মায়ের কিছু খ্যাপাটে ছেলে-মেয়ের জন্য। যারা বন্ধুর বাঁধন, মায়ের মায়া, প্রেমিকার টান সব কিছু ভুলে দেশকে শত্রু মুক্ত করেছিল। পেটে খাবার ছিল না, রাতে ঘুম ছিল না, প্রখর রোধে পুরে দেশর মাটিকে ছায়া-শীতল করে রেখেছিল।

তাঁদের দিয়েই সূচনা হয়েছিল এক দেশ "বাংলাদেশ"।



এই খ্যাপাটে তরুণ তরুণীর জন্য বাংলাদেশ আজো বাংলাদেশ হয়ে আছে।



দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দারিদ্র্যের নিচে গড়ে উঠছে আরেক নতুন বাংলাদেশ।



একদল তরুণ মন কাজ করে যাচ্ছে নিরন্তর। প্রতি মুহূর্তে দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে যাচ্ছে। রাত-দিন কম্পিউটারের সামনে বসে থাকে। সবার চোখে থাকে ভবিষ্যতের নতুন সূর্যকে ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয়।



এরাও কাজ করে যাচ্ছে বাংলা মায়ের খ্যাপাটে ছেলে-মেয়ের মত। এই সব তরুণকে মনে হয় কোন ভাবেই আটকিয়ে রাখা যাবে না। এই দেশের ইন্টারনেট সংযোগের গতি শেষ দিক দিয়ে ৮ম!!!!! কিন্তু এদেশের সুনাম, শুরুর দিক দিয়ে ৩য়!!!!!



সুধী জনেরা কি একবারও ভেবে দেখেছেন?



এই তরুণ-তরুণীরা কাজ করে যাচ্ছে সবার অগোচরে। এদেরকে কেউ টেনে রাখতে পারে না। মায়ের মায়া, বন্ধুর বাঁধন, প্রেমিক-প্রেমিকার টান। গণতন্ত্রের নামে হরতাল, অভাবের নামে বিদ্যুতের সংকট, মানি-লন্ডারিং এর নামে কিছু গোঁড়ামি সব কিছুকে জয় করে তারা এক নতুন দেশ গড়ে যাচ্ছে।



অভিবাদন হে যোদ্ধারা, তোমরা পারবেই। তোমাদের মুখে আমি কোন দিন না শুনিনি।



দরকার নেই কারো বোঝার তোমরা কি করে যাচ্ছ। সূর্য যখন পূব আকাশে উঠবে তখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না,



ওই যে, ওটা "লাল সূর্য"!!!!!



এইখানে #ফ্রিলান্স্যারদের কথা বলা হয়েছে।



#পরিবর্তন হবেই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদ্যুত উৎপাদন ৩ হাজার মেগাওয়াট থেকে এখন প্রায় ৮ হাজার মেগাওয়াট!
২১ শতকে হবে ৩০ হাজার মেগাওয়াট!
গভীর সমুদ্র থেকে আসবে অফুরন্ত গ্যাস।
আসবে সুশাসন, বিশাল মাল্টি ন্যাশানাল বিনিয়োগ আসবেই!
সপ্নের সোনার বাংলা আর সপ্ন হয়ে থাকবেনা।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন: *
সপ্ন = স্বপ্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.