নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজন্ম আপনাদের কবর দেখিয়ে বলবে না তো "ওই দেখ বাংলার মীর-জাফরদের কবর"

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

আমি গরিব, আমার অনেক অভাব, আমার খাবার দরকার। তাই আমার মায়ের রক্ত বেঁচে খাবো।



এই কাজকে কি আপনারা সমর্থন করবেন????????????????



জানি কেউ সমর্থন করবে না, এমন কি যে সন্ত্রাসী দিন-রাত খুন করে বেড়াই সেও পারবে না।



এইবার আসি মূল কথায়।

সুন্দরবনের পাশে রামপালে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র বানানো হচ্ছে। এতে কি আমাদের বিশাল লাভ হবে? মোটেই না।



=> আমরা কি সিডর বা আইলার কথা ভুলে গিয়েছি। সুন্দরবন না থাকলে কি অবস্থা হত দেশের?

=> কোন দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার, আমার আছে কত ভাগ? আর এর মাঝে সুন্দরবনকে ধ্বংস করার জন্য মেতে উঠেছি?

=> প্রকৃতির টোটাল ইকো-সিস্টেম নষ্ট হয়ে যাবে।

=> কৃষিকাজের পরিবেশ নষ্ট হবে।

=> আমাদের শত বছরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।

= বন্য পরিবেশ নষ্ট হয়ে যাবে।



এই রকম মনে হয় আরো শ খানিক পয়েন্ট বলা যাবে।



পরিশেষে একটা কথা বলি। আপনারা যারা নীতিনির্ধারক আছেন, তাদের মাথায় কিছুই নেই অথবা আমার মাথায় কিছুই নেই।



খালি বলতে চাই আপনারা নতুন প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন? নতুন প্রজন্ম আপনাদের কবর দেখিয়ে বলবে না তো "ওই দেখ বাংলার মীর-জাফরদের কবর"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

হুমায়ুন তোরাব বলেছেন: ওই দেখ বাংলার মীর-জাফরদের কবর"

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনাগত নতুন প্রজন্ম আপনাদের কবর দেখি য়ে বলবে "ওই দেখ ডিজিটাল বাংলার মীর-জাফরদের কবর" X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.