![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বিশ্বে কি মারামারি বা মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হইয়া গেলে নাকি ? কার আগে কে কত লোক হত্যা করবে তা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা চলছে বিশ্বের অনেক শক্তিশালি দেশ (আমেরিকা ,রাশিয়া , ফ্রান্স, ইসরাইল ) কর্তৃক ইরাক, সিরিয়া , আফগান ,ইয়েমেন ও ফিলিসতিনিতে । আর সন্ত্রাসবাদী গ্রুপ কর্তৃক পাকিস্তান,ভারত , কাশ্মীরের, , নাইজেরিয়া এবং বাংলাদেশ। সব গুলো দেশেই বিভিন্ন গ্রুপ সাধরন নিপরাধ লোকগুলো কে বেশি লক্ষ্য করে হত্যা কাণ্ড চালাচ্চে । আবার প্রতিরক্ষা কাজে নিয়োজিত সদস্যারা আবার উক্ত সন্ত্রাসি লোক গুলো কে মারা লক্ষ্য করছে এবং প্রতিদিন মারছেও। আবার রাষ্ট্রিয় ভাবে এক দেশ আরেক দেশের সাথে যুদ্দ লেগেই আছে এবং মানব জাতিকে ধবংস করার জন্য প্রতিনিয়ত আধুনিক মারনাস্ত্র বানাচ্চে এবং ব্যবহার করে মানব জাতি কে শেষ করার হমকি দিচ্চে । এভাবে সব সন্ত্রাসী গ্রুপ ও দেশ মিলে যদি মানব জাতি মারার উৎসব করে তাহলে অতি তারাতারি সারা বিশ্বে থেকে মানব জাতি হারিয়ে যাবে অথবা বিপদে পড়বে ।
©somewhere in net ltd.